ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

লেনদেনে সতর্ক থাকুন ধনু, কন্যার প্রেমের প্রস্তাব

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
লেনদেনে সতর্ক থাকুন ধনু, কন্যার প্রেমের প্রস্তাব রাশিফল

আজ কেমন যাবে
তারিখ- ১০/১০/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
আত্মবিশ্বাসের অভাবে সমস্যা বাড়বে। অচেনা কারও পরামর্শে ফলে লাভের থেকে ক্ষতির সম্ভাবনা বেশি।

যৌথ ব্যবসায় ক্ষতির সম্ভাবনা আছে। প্রেমযোগের বাধা সরে যাচ্ছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২১

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
পারিবারিক জীবনে সমস্যা সমাধানের যোগ। পাওনা কিছুটা পেলেও ব্যবসায় সমস্যা বজায় থাকবে। কোনো পদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন। যাত্রাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে জটিলতা কেটে যাবে। আজকের দিনে সঞ্চয় করতে পারবেন। প্রেমযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৬

মিথুন মিথুন: (২২ মে – ২১ জুন) 
অর্থপ্রাপ্তি যোগ আছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবারে কারও শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ধৈর্য রাখলে ব্যবসায় কোনো ক্ষতি হবে না। যাত্রাযোগ শুভ। দিনের শেষ অংশে আর্থিকলাভের যোগ। প্রেমের ক্ষেত্রে বাধা থাকলেও সফলতার সম্ভাবনা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
ভুল পরামর্শ সমস্যা বাড়িয়ে দিতে পারে। আপনার ব্যবসায়িক ও কাজের ক্ষেত্রের সততা নতুন রাস্তা খুলে দেবে। সন্তানের বিষয়ে শুভ খবর আসতে পারে। যাত্রাযোগ শুভ। ভ্রমণের যোগ। প্রেমযোগ ক্ষীণ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬

সিংহ সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
ব্যবসায়ীরা সাফল্য পাবেন। রাশিচক্র শুভ থাকায় ব্যবসায় উন্নতির হার দ্রুত হবে। পারিবারিক সমস্যায় অর্থব্যয়। সন্ধ্যের পর শত্রুপক্ষ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তবে কোনো ক্ষতির সম্ভাবনা প্রায় নেই। যাত্রাযোগ শুভ। প্রেমের সম্ভাবনা খুব প্রবল না হলেও শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১১ 

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
প্রেমের প্রস্তাব আসতে পারে। ব্যবসায়িক কাজে তেমন বাধা নেই। কর্মক্ষেত্রে দিনটি শুভ। দিনের শেষে প্রত্যাশিত ফল লাভের সম্ভাবনা। আশানুরূপ যোগাযোগের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের যোগ শুভ।

শুভ রং : বেগুনি,  শুভ সংখ্যা : ২

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) 
আর্থিক জটিলতা আসলেও সেটি ধীরে ধীরে কেটে যাবে। পরিবারে বাকবিতণ্ডার সম্ভাবনা আছে। আয়–ব্যয়ের সমতা রক্ষা করা কঠিন। অতিরিক্ত লাভের চেষ্টা করলে আশাহত হবার সম্ভাবনাই বেশি। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মিশ্র।

শুভ রং :বাদামি,  শুভ সংখ্যা : ৭ 

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
কর্মস্থলে শুভযোগ দেখা যাচ্ছে। তবে দিনটি ব্যবসায়ীদের পক্ষে কিছুটা কঠিন থাকবে। সন্ধ্যার পর সমস্যা বাড়তে পারে। সন্ধ্যার আগে পর্যন্ত যাত্রাযোগ শুভ। সন্তানের পড়াশোনা নিয়ে নতুন কিছু সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ আছে।

শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৫

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। আর্থিক হিসাব এবং লেনদেন নিয়ে সতর্ক থাকুন। রাতের দিকে যেকোনো লেনদেন এড়িয়ে যাওয়াই শ্রেয়। যাত্রাযোগে সামান্য সমস্যা আছে। আজকের দিনটিতে ধীরে চলাফেরা করবেন। প্রেমযোগ শুভ।

শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ৭

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) 
আপনাকে অবাক করে সমস্যার সমাধান বেরিয়ে আসবে। কেউ গোপনে আপনার শত্রুতা করলে তার উচিত জবাব দিতে পারবেন। যাত্রাযোগে কিছুটা বাধা। অপ্রত্যাশিতভাবে সফলতা আসতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)    
অংশীদারি ব্যবসায় প্রতিটি পদক্ষেপ বুঝে ফেলুন। আত্মীয়দের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে কৌশলের অবলম্বন করতে হবে। সন্ধ্যের পর বাইরের প্রভাব থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে চেষ্টা করুন। যাত্রাযোগ মিশ্র। প্রেমযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
দাম্পত্য জীবনে থাকবে খুশির আমেজ। প্রেমের ক্ষেত্রেও সফলতার সম্ভাবনা। পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে কিছুটা বেগ পেতে হবে। বকেয়া অর্থপ্রাপ্তির সম্ভাবনা। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ২

বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।