ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

গাড়ি চালাতে সাবধান কুম্ভ, ধনুর ব্যবসায় জটিলতা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
গাড়ি চালাতে সাবধান কুম্ভ, ধনুর ব্যবসায় জটিলতা রাশিফল

আজ কেমন যাবে
তারিখ- ১৩/১০/২০১৭

মেষমেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
উত্তেজনার কারণে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। নতুন ব্যবসার পরিকল্পনায় আংশিক সাফল্য পাবেন।

প্রেমযোগ শুভ, তবে কিছু বাধা আছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষবৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
পারিবারিক সমস্যায় উদ্বেগ বাড়তে পারে। মনের অস্থিরতায় পারিবারিক ক্ষেত্রে জটিলতা বাড়বে। জমি-জমা কেনার জন্য পরিবারে আলাপ-আলোচনা করলে ফল শুভ হবে। সন্তানের স্বাস্থ্যের উন্নতিতে দুঃশ্চিন্তার অবসান হবে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মিশ্র।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুনমিথুন: (২২মে – ২১ জুন) 
বিষয়-সম্পত্তি নিয়ে নানা রকম প্রশ্ন উঠতে পারে। গাড়ি নিয়ে সমস্যা বৃদ্ধিতে দুর্ভোগ দেখা দিতে পারে। বহু চেষ্টা করেও সঞ্চয় আশানুরূপ হবে না। প্রেম-প্রণয়ে বাধার কারণে মানসিক চঞ্চলতা দিতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কটকর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
যৌথ উদ্যোগে সফলতা আসবে। অন্যের ইচ্ছায় ব্যবসায়িক সিদ্ধান্তে মত দিতে হবে। প্রেমযোগ শুভ। রক্তচাপ বৃদ্ধি ও হৃদযন্ত্রের দুর্বলতায় বিপত্তি দেখা দিতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহসিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
হঠকারী সিদ্ধান্ত আপনার আর্থিক ক্ষতি করবে। বন্ধুর প্ররোচনায় মানহানির আশঙ্কা আছে। বিপদের সময়ে স্বজনদের পাশে পেতে পারেন। বাণিজ্যিক কাজে সফল হবেন। প্রেম নিয়ে পারিবারিক সমস্যার যোগ আছে। যাত্রাযোগ মধ্যম।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২

কন্যাকন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
গ্রহের প্রভাব গোটা দিন ধরে বজায় থাকবে। আপাতত বিনিয়োগ না করাই ভাল। ব্যবসায়ে যুক্ত ব্যক্তিদের আয় বাড়ার শুভ যোগ আছে। যাত্রাযোগ মধ্যম। তবে আঘাত লাগার আশঙ্কা আছে। প্রেম এবং দাম্পত্য যোগে সমস্যার লক্ষণ আছে।

শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ১৯

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) 
পেটের ব্যাধিতে সমস্যা দেখা দিতে পারে। শরীর নিয়ে যথেষ্ট সতর্ক থাকা দরকার। নতুন উদ্যম ও কর্ম পরিচালনায় সাফল্যের যোগ আছে। অর্থযোগে মিশ্র ফলাফল লাভের সম্ভাবনা আছে। প্রেমযোগ নেই। যাত্রাযোগ শুভ।

শুভ রং: সাদা,  শুভ সংখ্যা : ২১

বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
কোনো আত্মীয়ের দুরভিসন্ধিতে পরিবারে জটিলতা বৃদ্ধি ও সম্মানহানি হতে পারে। শত্রুদের কাজে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করতে হবে। প্রেমযোগ নেই। যাত্রাযোগ সন্ধ্যার আগে শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮

ধনুধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
আজ পারিবারিক সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু জটিলতা বাড়বে ব্যবসায়ে। দিনের শেষভাগে পরোপকারে অর্থ ব্যয় হতে পারে। ব্যবসায়ীদের শুভ দিন। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মঙ্গলময়।

শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা :  ৩

মকরমকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
ভ্রমণের পরিকল্পনা হতে পারে। বিতর্ক, বিবাদ ও সমস্যা কিছুটা হলেও মিটতে পারে। আজকের দিনে মোকদ্দমার ফল অনুকূলে যেতে পারে। সামাজিক কাজের সুবাদে সুনাম ও সামাজিক প্রতিপত্তি বাড়বে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মিশ্র।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
দিনের শুরুতে আর্থিক বাধা আসবে, দিনের শেষে তা কেটে যাবে। দিনের মধ্যভাগে কর্মক্ষেত্রে বা ব্যবসায়ে বিশেষ নজরদারি দরকার। দুঃস্থ ব্যক্তিকে অর্থ সাহায্য করতে পারবেন। প্রেমযোগ ক্ষীণ। যাত্রাযোগে বাধা থাকায় গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা দরকার।  

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
কোনো আত্মীয়ের অযাচিত প্রবেশ পারিবারিক ক্ষেত্রে সমস্যা ডেকে আনবে। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। বিকল্প কর্মসংস্থানের জন্য উদ্যোগে সাফল্যের ইঙ্গিত পাবেন। প্রেমযোগ ক্ষীণ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ১১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।