ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাশিফল

ধনুর শুভ নীল, তুলার হলুদ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
ধনুর শুভ নীল, তুলার হলুদ আজকের রাশিফল

আজ কেমন যাবে
তারিখ: ২৩/১০/২০১৭

মেঘ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
পেছনে আপনার বিরুদ্ধে শত্রুতার পরিকল্পনা হতে পারে। গ্রহের সমস্যার কারণে দেখা দিতে পারে নানা রকম সমস্যা।

সন্ধ্যায় পরিবারের উপর নির্ভর করতে হতে পারে। দাম্পত্য সমস্যার যোগ আছে। প্রেমযোগে বাধা আসতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
আজকের দিনে খুব সতর্ক হয়ে ধীরে ধীরে কাজ শেষ করুন। কোনোভাবেই আজকের দিনে বিতর্কে জড়িয়ে পড়বেন না। দিনের শেষে শুভ ইঙ্গিত পাবেন। সম্পত্তি সমস্যা সামনে আসতে পারে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মিশ্র।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৪

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
পরিস্থিতি জটিল হওয়ার আগে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে সমস্যা থেকে মুক্তি পাবেন। দিনের মধ্যভাগে শুভ প্রভাবের ফলে কাজ সহজ হয়ে যেতে পারে। কর্মে সাফল্যের যোগ। মেপে খরচ করার দিকে নজর দিন। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ দুপুরের পর শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৮

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
যেকোনো সম্পত্তি কেনার জন্য দিনটি শুভ। দামি ধাতু কিনলে সৌভাগ্য বাড়বে। মতবিরোধ দূর করতে পরিবারের সঙ্গে মানিয়ে নিয়ে চলুন। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।  

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২১

সিংহ সিংহ: (২৩ জুলাই- ২৩ আগস্ট)  
ব্যবসার ক্ষেত্রে কর্মচারীদের নিয়ে আলোচনার ফল শুভ হবে। কর্মস্থলের সমস্যার সমাধান হতে সময় লাগবে। সন্ধ্যায় গ্রহের শুভ ফলের জোরে বিপদ থেকে অব্যাহতি পাবেন। যাত্রাযোগ শুভ। ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। প্রেমযোগ ক্ষীণ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১৮

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
পারিবারিক সমস্যাকে বেশি গুরুত্ব দিতে না যাওয়াই মঙ্গল। বিশেষ পরিচিত কারও হস্তক্ষেপে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মক্ষেত্রে যথাযথ প্রচেষ্টায় কাজের অগ্রগতি বজায় থাকবে। প্রেমযোগ সমস্যাযুক্ত। যাত্রাযোগ দুপুরের পর শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
আজকের দিনে ব্যবসায় উন্নতি ও নতুন ব্যবসায় সাফল্যের যোগ। স্ত্রীর পরোক্ষ সাহায্যে উন্নতির সুযোগ আছে। সংগঠনমূলক কাজে অগ্রগতি বজায় থাকবে। দিনের শেষে অর্থনীতিক বিষয়ে দুশ্চিন্তা দূর পারে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মিশ্র।

শুভ রং হলুদ, শুভ সংখ্যা : ১৮

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
ব্যবসায় লাভ বাড়বে। কর্মক্ষেত্রে বাধা কাটিয়ে কাজগুলি সহজে হবে। তবে অপছন্দের লোকজনের সঙ্গে তাল মিলিয়ে চলতে বাধ্য হবেন। প্রেমের ক্ষেত্রটি থাকবে ভালো-মন্দের মিশ্রণে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৮

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ব্যবসায় পরিশ্রমের সঙ্গে লাভ বাড়বে। আত্মীয়দের সঙ্গে ব্যবসা-বাণিজ্য যত কম করবেন ততই মঙ্গল। বিকেলে পরিবেশের উন্নতির আশা। সহকর্মী দ্বারা প্রভাবিত হলে সমালোচনা হতে পারে। প্রেমযোগ ক্ষীণ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৫

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
কর্মক্ষেত্র বা ব্যবসায় কোনো শুভ খবর পেতে পারেন। আপনার দক্ষতা অনুযায়ী সফলতা লাভ করতে বাধার সম্মুখীন হবেন। হাজির হতে পারেন কোনো আত্মীয়। পারিবারিক মনোমালিন্য হলেও সন্ধ্যার পরে মিটে যাওয়ার আশা। প্রেমযোগ ক্ষীণ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
ব্যবসায় লাভবান হবেন। প্রেম নিয়ে পরিবারের মুখোমুখি হতে হবে। পারিপার্শ্বিক পরিবেশ আপনার পক্ষে থাকবে। নতুন সুযোগ পেলে তা বাস্তবায়ন করার চেষ্টা করুন। বাহন ক্রয়ের জন্য দিনটি শুভ। যাত্রাযোগ সন্ধ্যের আগে পর্যন্ত শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
দাম্পত্য জীবন শুভ হলেও প্রেমযোগে বাধা। পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে কিছুটা বেগ পেতে হবে। বকেয়া অর্থপ্রাপ্তির সম্ভাবনা। যাত্রাযোগ শুভ। হঠাৎ প্রাপ্তি। ঠান্ডাজনিত রোগে ভুগতে পারেন।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।