ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

তর্ক-বিবাদে যাবেন না সিংহ, তুলার অর্থব্যয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মে ১৬, ২০১৮
তর্ক-বিবাদে যাবেন না সিংহ, তুলার অর্থব্যয় রাশিফল-প্রতীকী

৩ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, ১৭ মে ২০১৮ ইং এবং ৩০ সাবান, ১৪৩৯ হিজরি রোজ বৃহস্পতিবার, তিথি: শুক্ল দ্বিতীয়া, নক্ষত্র: রোহিণী। সূর্যোদয় ৫:১৬ ও সূর্যাস্ত ৬:৩৫। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা বৃষ রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী।

মেষ  মেষ: ২১ মার্চ - ২০ এপ্রিল
নিজের জেদ ও হঠকারিতা ত্যাগ করলে সব কাজে সাফল্য লাভ করতে পারবেন। রাজনীতিবিদদের জনসংযোগ বাড়বে।

বাড়বে সুনামও।

বৃষবৃষ: ২১ এপ্রিল - ২০ মে
আর্থিক উন্নতি হলেও সঞ্চয় হবে না। ব্যবসায় বিশেষ অর্থ আসবে না। দ্রব্যমূল বাড়ায় লভ্যাংশ কমবে। আর্থিক চিন্তা বাড়বে।

মিথুনমিথুন: ২১ মে - ২০ জুন
মজুদদারি ব্যবসায় লাভবান হবেন। ব্যবসায়ীদের কোনো অসুবিধায় পড়তে হতে পারে। চাকরির ক্ষেত্রে শুভ ফলের আশা করতে পারেন।  

কর্কটকর্কট: ২১ জুন - ২০ জুলাই
যন্ত্রপাতি বা ধারালো জিনিস নিয়ে কাজ করার সময় সাবধানে থাকবেন। বিবাহের যোগাযোগ হওয়ার সম্ভাবনা। সময়টা আপনার অনুকূল নয়।  

সিংহসিংহ: ২১ জুলাই - ২১ আগস্ট
সরকারি কাজে বাইরে যাওয়ার সম্ভাবনা। অযথা কারো সঙ্গে তর্ক-বিবাদে যাবেন না। চাকরিক্ষেত্রেও দুর্ভাবনার কারণ ঘটতে পারে।

কন্যাকন্যা: ২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর
বাবা-মায়ের অসুখ চিন্তায় ফেলবে। পারিবারিক শান্তি বজায় থাকবে। বৈষয়িক ব্যাপারে মামলা-মোকদ্দমায় না যাওয়াই মঙ্গল।

তুলাতুলা ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর
নতুন ব্যবসায় অর্থ বিনোয়োগ করতে হতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। অর্থব্যয় বা ঝঞ্ঝাটের আশঙ্কা।  

বৃশ্চিকবৃশ্চিক ২৩ অক্টোবর - ২১ নভেম্বর
মামলা-মোকদ্দমা এড়িয়ে চলবেন। কোন পরীক্ষার ব্যাপারে ভালমত প্রস্তুতি নেবেন। নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। সাংসারিক ব্যয় বৃদ্ধির ফলে আর্থিক চিন্তা বাড়বে। ধনু: ২২ নভেম্বর - ২০ ডিসেম্বর
চাকরিক্ষেত্রে অনিশ্চয়তার আশঙ্কা। আর্থিক লেনদেনের ব্যাপারে সর্তক থাকবেন। কারখানায় নিযুক্ত ব্যক্তিদের পাওনা অর্থ পেতে বিলম্ব হবে।
 
ধনুমকর: ২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারি
ন্যায্য কোনো ব্যাপারে বঞ্চিত হতে পারেন। ঘনিষ্ঠ কারও ব্যবহারে মানসিক দুঃখ পাবেন। নিজের শরীর সম্পর্কে বিশেষ সতর্ক থাকুন।  

মকরকুম্ভ: ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি
কিছু অর্থ আদায় করতে পারবেন। কোনো ব্যাপারে পরিবারের অন্যদের সঙ্গে অশান্তির আশঙ্কা। ভুলের জন্য আফসোস করবেন।  

কুম্ভমীন: ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ
চাকরিপ্রার্থীদের জন্য সময়টা অনুকূল নয়। স্ত্রীর জন্য কোনো কারণে দুশ্চিন্তা হবে। চাকরিক্ষেত্রে কোনো ব্যাপারে মনের উপর চাপ পড়বে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ১৭, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।