ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মিষ্টি কথায় বিপদ থেকে উদ্ধার পাবেন মিথুন

রাশিফল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
মিষ্টি কথায় বিপদ থেকে উদ্ধার পাবেন মিথুন

মেষ: খারাপ লোকের জন্য ভয় বা চিন্তা বাড়তে পারে। ব্যবসায় আর্থিক সমস্যা বাড়বে।

চোখের সমস্যা বাড়তে পারে। কোনো নারীর জন্য আনন্দ পাবেন। মায়ের জন্য কষ্ট পেতে পারেন। কাজের চাপ বাড়বে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন। মানসিক উত্তেজনা বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় চাপ ও খরচ বাড়তে পারে।

বৃষ: সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ ও চিন্তা। আজ প্রেমের জন্য অপমান জুটতে পারে। ভাল যোগাযোগ হাতছাড়া হওয়ার জন্য মানসিক যন্ত্রণা হবে। বুদ্ধির ভুলে কাজের ক্ষতি হতে পারে। ব্যবসায় মন্দা থাকবে। শারীরিক যন্ত্রণা বাড়বে। পেটের সমস্যা বাড়বে। আপনার সমালোচনা হতে পারে। পাওনা আদায় হওয়ার সম্ভাবনা। আয় ও সঞ্চয় বৃদ্ধি পাবে।

মিথুন: সকালের দিকে গাড়ি চালকেরা একটু সাবধানে গাড়ি চালান। প্রেমের জন্য কোনো সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে। বাবা-মায়ের জন্য দুঃখ পেতে পারেন। মিষ্টি কথায় বিপদ থেকে উদ্ধার পাবেন। শত্রুকে নিয়ে চিন্তা থাকবে। পড়াশোনার ভাল সুযোগ আসবে। কাজে উন্নতির চেষ্টা করুন। ভাইয়ের সঙ্গে বিবাদ থেকে দূরে থাকুন। সন্তানের ব্যবহারে মানসিক চাপ বাড়বে।

কর্কট: অতিরিক্ত গর্ব আজ বিবাদ ডেকে আনতে পারে। শেয়ার বাজারে চিন্তা বৃদ্ধি পাবে। পেটের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় বাড়তি লাভ হওয়ায় আনন্দ পাবেন। মানসিক ভাবে অস্থির থাকবেন। নতুন কোনো ব্যবসা নিয়ে আলোচনা। কোনো আইনি কাজের জন্য ঝামেলা বাধতে পারে। কাজে ভুল হওয়ার যোগ রয়েছে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদের আশঙ্কা। মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে।

সিংহ: সকাল থেকে শরীরে জড়তা ভাব থাকতে পারে। মাথার যন্ত্রণা বাড়বে। কাজের জন্য ব্যাকুলতা না দেখানোই ভাল হবে। ব্যবসায় শুভ যোগাযোগ আসার সম্ভাবনা। রাজনীতিকদের জন্য ভাল খবর অপেক্ষা করছে। দাঁতের সমস্যা বাড়বে। কারও দয়ার পাত্র হতে পারেন। বিলাসিতার জন্য খরচ বাড়বে। বাড়তি কোনো ব্যবসা থেকে অর্থ আসতে পারে। স্ত্রীর ব্যাপারে চাপ থাকবে।

কন্যা: সকালের দিকে প্রেমের জন্য মানসিক যন্ত্রণা বাড়বে। বাড়তি কিছু আয় করতে গিয়ে শারীরিক সমস্যা হবে। ভাল কোনো জিনিস নষ্ট হতে পারে। আজ কোনো বন্ধুর থেকে উপকার পেতে পারেন। ব্যবসা নিয়ে সামাজিক চাপ আসতে পারে। আজ আপনার ব্যবহার কারও যন্তণার কারণ হবে। ব্যবসায় ভাল ও নতুন কাজের সূচনা হবে। অফিসে কোনও মহিলার সঙ্গে বিবাদের আশঙ্কা।

তুলা: পড়াশোনার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। শরীরে সমস্যা থাকলে দ্রুত চিকিৎসা করান। সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন। জরুরি কাজ সকালে মেটান। প্রেমে ভাবনাচিন্তা করে পা বাড়াতে হবে। প্রচুর খরচ হওয়ায় সংসারে অনেক সমস্যা দেখা দেবে। কাজ নিয়ে চাঞ্চল্য থাকবে। পড়াশোনা নিয়ে কাউকে সাহায্য করতে হতে পারে।

বৃশ্চিক: প্রেমে অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা। আজ কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থ ভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর। কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হবে। আজ আপনার রসিকতা অপরের ক্ষতি করতে পারে। নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনা আছে। শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ায় জন্য রক্তচাপ বাড়বে।

ধনু: আজ কাউকে কথা দেবেন না। ঈশ্বরের কাজে বিশেষ মনযোগী হয়ে উঠবেন। কোনো বিশেষ বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে। পেশাদারদের জন্য সময়টা খুব ভাল। বাড়িতে পোষ্য কেনার যোগ আছে। আপনার কোমল স্বভাব আপনাকে অনেকের কাছে প্রিয় করে তুলবে। কোনো জায়গা থেকে সুসংবাদ আসতে পারে। প্রচুর দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ আসবে। বিশ্বস্ত কেউ ঠকাতে পারে, সতর্ক থাকুন।

মকর: গবেষণার কাজে সাফল্য আসতে চলেছে। মা-বাবার জন্য দাম্পত্য কলহের সৃষ্টি হতে পারে। হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ আসতে পারে। কোনও কাজের জন্য সমাজে সুনাম অর্জন করতে পারেন। সন্তানদের সঙ্গে মতবিরোধ হবে। ভাগ্য উন্নতির কোনো উপায় খুঁজে পেতে পারেন। ফাটকা বা লটারি থেকে আয় হতে পারে। ধর্মে আগ্রহ বাড়বে। বাবার সঙ্গে ব্যবসা নিয়ে আলচনা করতে পারেন।

কুম্ভ: আজ আপনার দ্বারা খুব বাজে কাজ হওয়ার আশঙ্কা। সৌখিনতার জন্য বাড়তি খরচ হতে পারে। ভাল বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। পড়াশোনার ভাল সুবিধা পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাধবে। আজ কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা। কাউকে উপকার করে শান্তি পাবেন।

মীন: বাবার সঙ্গে বিবাদ থেকে দূরে থাকুন। মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভাল সময়। ভাল কাজে কিছু খরচ হতে পারে। বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা। দুপুরের পরে পথেঘাটে সাবধানে চলাফেরা করুন। আজ বন্ধুর জন্য সংসারে বা জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে। কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। অতিরিক্ত ক্রোধের জন্য নিজে বিপদে পড়তে পারেন।

বাংলাদেশ সময়: ০৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।