ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

নতুন বছরে ত্রিপুরায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
নতুন বছরে ত্রিপুরায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার পরবর্তী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের সংগঠনকে আরও মজবুত করার দিকে গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস।  

এর পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে রাজ্যে আসছেন তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

এখনো তাদের আসার দিন চূড়ান্ত হয়নি, তবে তারা প্রথম সপ্তাহে আসছেন- এটি নিশ্চিত বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস দলের সভাপতি পীযুষ বিশ্বাস।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানী আগরতলা চিত্তরঞ্জন রোড এলাকার প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনে সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন সভাপতি।  

পাশাপাশি এদিন বেশ কিছু নেতাকর্মী ও ভোটার অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেস দলের যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সভাপতি পীযুষ বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২ 
এসসিএন/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।