ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

কোন দেশে বাস করছি? লজ্জার, মণিপুর নিয়ে ক্ষোভ মমতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
কোন দেশে বাস করছি? লজ্জার, মণিপুর নিয়ে ক্ষোভ মমতার

মণিপুরে দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় উত্তাল পুরো ভারত। এ ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমরা কোন দেশে বাস করছি? যেখানে মা, বোনের ইজ্জত নিয়ে উল্লাস হচ্ছে।

তিনি বলেন, আমরা নিজেদের মধ্যে কথা বলছি। শিগগিরই আমরা কয়েকজন মুখ্যমন্ত্রী মণিপুরে যাব। এই অরাজকতার বিরুদ্ধে ‘ইন্ডিয়া’ লড়বে। নারী থেকে সংখ্যালঘু, দলিত সবাইকে রক্ষা করাই হবে আমাদের লক্ষ্য। ‘ইন্ডিয়া’শান্তি, ঐক্যের পক্ষে।

বৃহস্পতিবার (২০ জুলাই) এসপ্ল্যানেড চত্বরে টিপু সুলতান মসজিদ সংলগ্ন এলাকায় একুশের সমাবেশের প্রস্তুতি দেখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসব বলেন।

তিনি বলেন, মণিপুরে দুই নারীর সঙ্গে যা হলো, তাতে কী বলবেন বিজেপির নেতারা? এটা লজ্জার। আমার হৃদয় কাঁদছে।

মুখ্যমন্ত্রী বলেন, বাংলার উন্নয়ন স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। মণিপুরের দশা দেখুন। সেখানকার মা, বোনেদের অবস্থা দেখুন।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
ভিএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।