ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

তিস্তার জলোচ্ছ্বাসে সিকিমে তাণ্ডব, রেকর্ড পানি ছাড়ল ভারত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
তিস্তার জলোচ্ছ্বাসে সিকিমে তাণ্ডব, রেকর্ড পানি ছাড়ল ভারত

কলকাতা: তিস্তা ব্যারেজ দিয়ে বাংলাদেশের দিকে রেকর্ড পরিমাণ পানি ছেড়েছে ভারত। বুধবার সকাল ১০টা পর্যন্ত ৮ হাজার ২৫৪ কিউমেক অর্থাৎ ২ লাখ ৯১ হাজার ৪৮৭ কিউসেক পানি ছাড়া হয়েছে, যা এখনও পর্যন্ত এ বছরের হিসাবে সর্বোচ্চ।

ভারতে লাগাতার বৃষ্টিতে দানবের মতো ফুঁসছে তিস্তা নদী। পানিস্তর এক ধাক্কায় বেড়ে গেছে ১৫-২০ ফুট। এর মধ্যে বুধবার (৪ অক্টোবর) ভোর থেকে মেঘভাঙা বৃষ্টি। সিকিমের বিস্তীর্ণ এলাকা প্রবল জলোচ্ছ্বাসে ভাসছে! ভেসে গেছে বাড়িঘর। তলিয়ে গেছে হ্রদ। পানির তোড়ে ভেঙে পড়েছে ব্রিজ। সিকিমের অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে চুংথাম এলাকা। সিকিমের প্রায় অর্ধেক এলাকা পানিতে তলিয়ে গেছে।

তিস্তায় প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় সেনা ছাউনি। সেনা সূত্রের খবর, সিংতামে যে ভারতীয় সেনা ছাউনি ছিল, সেখানে রীতিমতো পানির তাণ্ডব চলেছে। তিস্তা নদীতে তলিয়ে গেছে সেনাবাহিনীর ৪১টি গাড়ি। খোঁজ মিলছে না ২৩ জওয়ানের।

সেনা সদস্যরা পানির তোড়ে ভেসে গিয়েছেন নাকি পাহাড়ের খাদে পড়ে গিয়েছেন, তা জানা যায়নি। শুরু হয়েছে তল্লাশি। এরই মধ্যে পাহাড়ি ধস নামতে শুরু করেছে। এত বড় দুর্ঘটনা সিকিমে প্রথম বলে জানিয়েছে সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৩
ভিএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।