ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

ভারত

ভারতে এক বাংলাদেশি নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
ভারতে এক  বাংলাদেশি নারীর  মৃত্যু

কলকাতা: ভারত ভ্রমণে এসে মৃত্যু হল এক বাংলাদেশি নারীর। মৃত ওই নারী তুলুয়ারা বিবি (৪৭) বাড়ি রাজশাহীর কুরকুরি হাটের উজিরপুকুর এলাকায়।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাণীনগরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন ওই নারী। সোমবার(২ জানুয়ারি)  নারীটির অস্বাভাবিক মৃত্যুতে রাণীনগরে চাঞ্চল্য ছড়ায়।

জানা যায়, প্রায় দেড় মাস আগে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে আসেন তুলুয়ারা বিবি। মৃত নারীর আত্মীয়র পরিবার সূত্রে জানা গেছে, পাশের গ্রামে এক ব্যক্তির মৃত্যুর খবর শুনে তার বাড়ি যান। সেই মরদেহ দেখে বাড়ি ফিরে গোসলখানায় গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

তবে তাকে সঙ্গে সঙ্গে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ওই অঞ্চলের ডোমকল  মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ লাশটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

মৃত নারীর আত্মীয়া লালভানু জানিয়েছেন, টুলুয়ারার সম্পর্কে তারা খালা হয়। দেড় মাস আগে পশ্চিমবঙ্গে তাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সম্ভবত তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, ২ জানুয়ারি ২০২৩
ভিএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।