ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ভারত

কলকাতায় মুক্তি পেল তুফান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জুলাই ৫, ২০২৪
কলকাতায় মুক্তি পেল তুফান

কলকাতা: কলকাতায় মুক্তি পেয়েছে শাকিব-মিমি অভিনীত তুফান সিনেমা। শুক্রবার (৫ জুলাই) থেকে গোটা শহরে মুক্তি পেয়েছে তুফান।

তার আগে চিরাচরিত প্রথা মেনে শহরের সাউথ সিটি মলের আইনক্স সিনেমা হলে হয়ে গেছে তুফানের প্রিমিয়ার শো। মূলত কলকাতার নিয়ম অনুযায়ী ব্লকবাস্টার মুভির প্রিমিয়ার শো হয়ে থাকে বৃহস্পতিবার। তুফানেও অন্যথা হলো না।

ওদিন বেছে নেওয়ার কারণ শুক্রবার সপ্তাহন্ত এবং শনি ও রোববার সাপ্তাহিক ছুটি। ফলে এ দিনগুলোয় শহরবাসীর অনেকেই ছুটির মেজাজে হলমুখী হয়ে থাকেন। এখন দেখার বিষয় শহরবাসীর মনে কতটা তুফান তুলতে পারেন শাকিব-মিমির জুটি।

তবে প্রিমিয়ার শোর আগে দর্শকদের উদ্দেশে শাকিব বলেছেন, বাংলা সিনেমা এখন আর শুধুমাত্র বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। কৃষ্টি, কালচার, সভ্যতার কথা বলে। বাংলা সিনেমা একটা জাতির কথা বলে। সিনেমা জাতিকে তুলে ধরে। দুই বাংলার যৌথ উদ্যোগে বাংলা সিনেমা আর পিছিয়ে নেই। সব মিলিয়ে দর্শকদের আহ্বান জানান তুফান দেখার।

তিনি বলেন, আমি জানি আপনারা শুধু তুফানকে সাপোর্ট করতে আসেননি। এসেছেন বাংলা সিনেমাকে সাপোর্ট দিতে। এতক্ষণ অপেক্ষা করেছেন, ধৈর্য ধরে বসেছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি কৃতজ্ঞ।

এরপরই অভিনেতা বলেছেন, শুধু বাংলাদেশ নয়, আমেরিকা বা কলকাতা যেখানেই আমার প্রোগ্রাম থাকে, আমি সেখানে সব সময় ফিল করি যারা বাঙালি, আমরা একটা পরিবার। উই আর সেম। সেম ফ্যামিলি। আমরা একই পরিবারের মানুষ। শাকিব এ কথা বলা মাত্রই দর্শক ও সাংবাদিকদের মধ্যে হাতাতালির বন্যা বয়ে যায়।

এরপরই শহরবাসীর উদ্দেশে অভিনেতা বলেছেন, স্টোরিটা শুরু হয়েছে কোলাবারেশন থেকে। দুই বাংলার কোলাবারেশন। দুই বাংলার বড় প্রযোজকদের যৌথ উদ্যোগে। আমার কাছে বাংলা আলাদা নয়। আমি কখনোই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গকে আলাদা করতে পারি না। আমার যেমন পছন্দের শহর ঢাকা তেমন পছন্দের শহর কলকাতা। আমাদের একটাই পরিচয় হওয়া উচিত, আমরা বাঙালি। আমরা সেটা ফিল করি। অর্থাৎ এ ধরনের যৌথ প্রযোজনা বা কোলাবারেশন কাজ করে কিন্তু বাংলা চলচ্চিত্রের উন্নয়নের হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলা সিনেমা যাতে গোটা বিশ্বের ছড়িয়ে দেওয়া যায়, তার জন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা সবাই জানি গোটা বিশ্বে ৪০ কোটি বাঙালি রয়েছেন। অর্থাৎ সংখ্যার দিক থেকে আমরা কিন্তু পিছিয়ে নেই। এর চাইতে ভাষাগত দিক থেকে যদি বলি, অনেক কম পপুলেশন নিয়ে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য বা পাঞ্জাবি তাদের ফিল্ম ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। ফলে আমরা বাঙালিরা কেন পিছিয়ে থাকবো? এ ধরনের যৌথ প্রযোজনাগুলোই জানান দিচ্ছে আমরা কিন্তু আর পিছিয়ে নেই।

এরপরই মিমির দিকে তাকিয়ে শাকিব বলেন, বাংলার সুপারস্টার, বিউটিফুল মিমি চক্রবর্তী। তার সঙ্গে কাজ করে ভালো লেগেছে। মিমিও বলেন, আমি সবার সঙ্গে কাজ করে মজা পাই না। আমার সহকারী অভিনেতার থেকে অভিনয়ের জন্য ওয়েব খুঁজি। সেটা যখন পাই তখন কাজ আরও ভালো হয়, যা আমি শাকিবের থেকে পেয়েছি। শাকিব অবশ্যই বড় অভিনেতা।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৪
ভিএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।