ঢাকা, সোমবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

মুক্তিযুদ্ধে আহতদের চিকিৎসায় বিশেষ ভূমিকা রাখে জিবি হাসপাতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
মুক্তিযুদ্ধে আহতদের চিকিৎসায় বিশেষ ভূমিকা রাখে জিবি হাসপাতাল

আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আগরতলার জিবি হাসপাতালের ভূমিকার কথা স্মরণ করে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা বলেছেন, মুক্তিযুদ্ধের সময় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জিবি হাসপাতাল। সেই সময় সেনা জওয়ান থেকে শুরু করে আহত মুক্তিযোদ্ধা সবাই এই হাসপাতাল থেকে চিকিৎসা পরিসেবা নিয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) জিবি হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

ডা. মানিক সাহা বলেন, কোভিড মহামারি হোক বা স্বাস্থ্য সংক্রান্ত অন্য কোনো জরুরি অবস্থা, সব ক্ষেত্রেই জিবি হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শুধু ত্রিপুরা রাজ্য নয়, উত্তর পূর্বাঞ্চল এমনকি সারা ভারতবর্ষের মধ্যে জিবি হাসপাতালের আলাদা বিশেষ সম্মান রয়েছে।  

অনুষ্ঠানে রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, জিবি হাসপাতাল ও আগরতলা সরকারি মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
এসসিএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।