ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

ভারত

আগরতলা-চট্টগ্রাম রুটে ফ্লাইট চালুর জন্য চিঠি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
আগরতলা-চট্টগ্রাম রুটে ফ্লাইট চালুর জন্য চিঠি 

আগরতলা (ত্রিপুরা): আগরতলা-চট্টগ্রাম রুটে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে অর্থায়নের আবেদন জানিয়ে ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী বান্দি সঞ্জয় কুমারকে চিঠি লিখেছেন ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

তিনি এই চিঠিতে আরও উল্লেখ করেছেন, আগরতলার এমবিবি বিমানবন্দরকে একটি অনুমোদিত ইমিগ্রেশন চেক পোস্ট ঘোষণা করার জন্য অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন।

এমবিবি বিমানবন্দরকে ইমিগ্রেশন চেকপোস্ট চালু এবং যত তাড়াতাড়ি সম্ভব একটি আন্তর্জাতিক বিমান বন্দর হিসাবে ঘোষণা করার জন্য আহ্বান জানাই।  

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মন্ত্রীর অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে।  

উল্লেখ্য, ফ্লাইট চালু হলে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে চট্টগ্রাম ও আগরতলার মধ্যে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এসএন/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।