ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

কৃষকের উন্নতিতে নানান কর্মসূচি ত্রিপুরা জেলা পরিষদের

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
কৃষকের উন্নতিতে নানান কর্মসূচি ত্রিপুরা জেলা পরিষদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার ঊনকোটি জেলার চাষি ও কৃষিজীবী মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতিতে নানান কর্মসূচি নিয়েছে জেলা পরিষদ।

 

শুক্রবার (১৫ এপ্রিল) ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

এতে বলা হয়, বোরো মৌসুমে ৪০ হেক্টর গম, রবি মৌসুমে ৭৮৩ হেক্টর ডাল, তৈলবীজ ৭১৬ হেক্টর ও এসআরআই পদ্ধতিতে ধান চাষ করা হয়েছে ১১ হাজার ৪০ হেক্টর জমিতে। জেলার ১১৮ হেক্টর জমিকে কমলালেবু, ৪৬ হেক্টর জমিকে আনারস ও কলা চাষের আওতায় আনা হয়েছে।

এছাড়া কৃষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ১ হাজার ৯০টি কৃষক পরিবারকে কৃষি ঋণের পাশাপাশি ৪৫টি পরিবারকে হাঁস ও ছাগল পালনে সহায়তা দেওয়া হয়েছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।