আগরতলা: এবছর বর্ষাকালে ত্রিপুরায় স্বাভাবিক বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আগরতলা আবহাওয়া দফতর। ফলে ধানসহ বিভিন্ন ফসলই এবার বাম্পার ফলবে বলে আশা কৃষি সংশ্লিষ্টদের।
জুন, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর- এই চার মাস ধরে ঋতু বৈচিত্র্যের নিয়মানুসারে বৃষ্টিপাত হওয়ার কথা থাকলেও প্রাক-বর্ষা মৌসুমেও বৃষ্টি হচ্ছে। ফলে রাজ্যজুড়ে সামগ্রিকভাবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে।
আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী এবছর ত্রিপুরায় বর্ষা সঠিক সময়ে আসবে ও পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হবে। এবছর রাজ্যে মোট বৃষ্টিপাত হতে পারে ১০৬ শতাংশ। যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। তবে বৃষ্টিপাতের এই পরিমাণের কিছুটা হেরফেরও হতে পারে।
বৃষ্টিপাত স্বাভাবিক হওয়া মানে চাষবাসের জন্য পানির কোনো সমস্যা হবে না, তাই ধরে নেওয়া যায় ধানসহ বর্ষাকালীন ফসলের উৎপাদন এবারে ভালো হবে।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এএটি/আইএ