কলকাতা: আগামী কয়েক মাসের মধ্যে গঙ্গার তলা দিয়ে চলবে মেট্রো রেল। এরইমধ্যে মাটির নিচের কাজ প্রায় শেষ হয়ে এসেছে।
শিগগিরই নদীর তলা দিয়ে মেট্রো চলার এ খবর জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
মোটামুটি দশতলা বাড়ির যে উচ্চতা মাটি থেকে ততটা নিচে চলবে মেট্রো। গঙ্গার তলা দিয়ে এ যাত্রা নিরাপদ বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ। হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশন- এই পথে গঙ্গার তলা দিয়ে গিয়ে মহাকরণ স্টেশনে মাটির উপরে উঠবে মেট্রো।
জানা যায়, ভূমিকম্পের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রিখটার স্কেলে ৮ থেকে ৯ মাত্রার ভূমিকম্পেও কোনো সমস্যা হবে না। আপাতত কাজের যা গতি তাতে মনে করা হচ্ছে শারদ উৎসবের পরেই এ পথে যাত্রা শুরু করবে কলকাতা মেট্রো।
কাজে সামান্য বাধা হয়ে দাঁড়াচ্ছে গঙ্গাবক্ষের আঠালো মাটি। তবে সেই সমস্যা সমাধান করেই কাজ এগিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মে ৯, ২০১৬
ভিএস/এএ