ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

শেষ হলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজনৈতিক প্রশিক্ষণ  

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, মে ১৫, ২০১৬
শেষ হলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজনৈতিক প্রশিক্ষণ   ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় অনুষ্ঠিত হলো রাজনৈতিক প্রশিক্ষণ শিবির।

রাজধানীর সুপারি বাগান এলাকার দশরথ দেব স্মৃতি ভবনে আয়োজিত দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবির রোববার (১৫ মে) শেষ হয়েছে।

 

এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা, প্রাক্তন বিরোধী দলনেতা রতন লাল নাথ, বিধায়ক গোপাল রায় প্রমুখ।

প্রাক্তন বিরোধী দলনেতা রতন লাল নাথ বলেন, বর্তমানে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মধ্যে যে শূন্যতা চলছে তা সিগরই পূর্ণ হয়ে যাবে।

আগরতলা সহ রাজ্যের আটটি জেলা থেকে দলের কর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মে ১৫, ২০১৬ 
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।