ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

জাতীয় কৃমিনাশক দিবস, ত্রিপুরায় প্রশিক্ষণ কর্মশালা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
জাতীয় কৃমিনাশক দিবস, ত্রিপুরায় প্রশিক্ষণ কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগামী ১০ আগস্ট জাতীয় কৃমিনাশক দিবস উপলক্ষে ত্রিপুরার খোয়াই জেলায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) কল্যাণপুর ব্লকে পঞ্চায়েত সমিতির হল ঘরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



ত্রিপুরা সরকারের সমাজ শিক্ষা দফতর কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় ব্লকের অন্তর্গত পঞ্চায়েত এলাকার বিভিন্ন অঙ্গনওয়ারী কেন্দ্র থেকে ১৩৮ জন শিক্ষিকা কৃমিনাশক ওষুধ খাওয়ানোর প্রশিক্ষণ নেন।
এসময় আরও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার সিডিপিও সুভাষ দেবনাথ, কল্যাণপুর ব্লকের বিডিও বিজয় সিনহা প্রমুখ।

যেসব ছেলে-মেয়েরা ১০ আগস্ট কৃমিনাশক ওষুধ খেতে পারবে না, তাদের ১৮ আগস্ট ওষুধ খাওয়ানো হবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।