ঢাকা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ‘সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসকে’ (টিএমসি) ভারতের জাতীয় পর্যায়ের দল হিসেবে স্বীকৃতি দিলো দেশটির নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (২ সেপ্টেম্বর) এক চিঠির মাধ্যমে তাদের এ স্বীকৃতি দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ইসির গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় পর্যায়ের দলের স্বীকৃতি পেতে তিনটি শর্তের একটি পূরণ করতে হয়। শর্ত তিনটি হলো- লোকসভায় কমপক্ষে ২ শতাংশ আসন (মোট ৫৪২টি আসনের মধ্যে ১১টি) থাকতে হবে; লোকসভায় চার রাজ্য থেকে কমপক্ষে ৬ শতাংশ ভোট থাকতে হবে; চার অথবা ততোধিক রাজ্যে ‘রাজ্য পার্টি’ বলে স্থানীয় নির্বাচন কমিশনের স্বীকৃতি থাকতে হবে।
সংবাদমাধ্যমের তথ্যমতে, তৃণমূল কংগ্রেস সর্বশেষ শর্ত পূরণ অর্থাৎ চারটি রাজ্যের দল হিসেবে নিজেদের অবস্থান দেখাতে পারায় এ স্বীকৃতি পেয়েছে।
এর ফলে দলটি এখন কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির বিজেপি, মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি), শারদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই) এবং কমিউনিস্ট পার্টি-মার্ক্সিস্ট (সিপিএম) এর সারিতে চলে এলো।
পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূল এখন ত্রিপুরা, মণিপুর ও অরুণাচল রাজ্যে প্রতিষ্ঠিত। বিশ্লেষকদের মতে, মমতার সুদূর দৃষ্টি দিল্লিতে। সে হিসেবে গত এপ্রিলে নির্বাচনের পর তিনি কেরালাসহ দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে দলের কার্যক্রম বাড়ানোর ইঙ্গিত দেন। শুক্রবারের এ স্বীকৃতি তার সে ইচ্ছেকে যেন আরও জোর ভিত দিলো।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৬/আপডেট ২০০৫ ঘণ্টা
এইচএ/