ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

জাভেদ খানের সঙ্গে বৈঠকে মায়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
জাভেদ খানের সঙ্গে বৈঠকে মায়া

পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্নে গেছেন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের  প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি রাজ্যের দমকলমন্ত্রী জাভেদ খানের সঙ্গে বৈঠক করছেন।

কলকাতা: পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্নে গেছেন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের  প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি রাজ্যের দমকলমন্ত্রী জাভেদ খানের সঙ্গে বৈঠক করছেন।

মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে নবান্নে পৌঁছে বৈঠকে বসেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিরা। প্রতিনিধি দলে আরও আছেন- মন্ত্রীর একান্ত সচিব শাহ কামাল,   দুর্যোগ ব্যবস্থাপনা সচিব রিয়াজ আহমেদ, অতিরিক্ত সচিব সত্যব্রত সাহা, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদ, প্রথম সচিব (প্রেস) মোফাখখারুল ইকবাল এবং কাউনন্সিলর ১ এইচ ও সি মাইনুল কবীর।

বৈঠকের শুরুতে পুষ্পস্তবক ও উপহার বিনিময় এবং উত্তরীয় পরিয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে স্বাগত জানান জাভেদ খান।

প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে। বৈঠক শেষে প্রেস বিবৃতি দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
ভিএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।