আইন অনুযায়ী, প্রকাশ্য স্থানে ধূমপান কলকাতায় শাস্তিযোগ্য অপরাধ। হোটেল রেস্তোরাঁয় ধূমপান আগে থেকেই নিষিদ্ধ।
কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি জানিয়েছেন, প্রকাশ্যে ধূমপানের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কলকাতা শাখা ও ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয়, হাসপাতালের ১০০ মিটারের মধ্যে বা যে কোনো ক্ষেত্রে যদি কোনো দোকান অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাতীয় দ্রব্য বিক্রি করে তবে সেই দোকানের বিরুদ্ধে পুলিশের কাছে সরাসরি অভিযোগ করা হবে।
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কলকাতার সম্পাদক চিকিৎসক শান্তনু সেনের বরাত দিয়ে একথা জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
এসএস/এএ