ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

সংকটে পশ্চিমবঙ্গের আলু চাষিরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
সংকটে পশ্চিমবঙ্গের আলু চাষিরা সংকটে পশ্চিমবঙ্গের আলু চাষিরা-ছবি-বাংলানিউজ

কলকাতা: পশ্চিমবঙ্গে এবার আলুর উৎপাদন হয়েছে ভালো। আলু তোলাও প্রায় শেষ। কিন্তু মাঠের আলু পড়ে আছে মাঠেই। 

কোল্ড স্টোরেজে আলু রাখার জায়গা না থাকায় মাঠে পড়ে থেকে নষ্ট হচ্ছে আলু। আর এতে মাথায় হাত পড়েছে আলু চাষিদের।

 

পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনকারী রাজ্য। কিন্তু এ বছর আলু চাষিদের লোকসানের শঙ্কায় চিন্তিত রাজ্য সরকারও।  

পশ্চিমবঙ্গে গড়ে ১১.৫০ মিলিয়ন টন আলু উৎপাদন হয়। কিন্তু কোল্ড স্টোরেজগুলোতে ৭ মিলিয়ন টন আলু সংরক্ষণ করা যায়। এ বছর আলুর ফলন ভালো হওয়ায় সমস্যা আরও বেড়েছে।
 
ফলন ভালো হওয়ায় আলুর দামও দ্রুত কমতে শুরু করেছে। চাষের খরচ  তোলা নিয়েই এখন চিন্তায় রয়েছেন চাষিরা।  

খুব তাড়াতাড়ি কোল্ড স্টোরেজের পরিমাণও বাড়ানো সম্ভব নয়। এ নিয়ে পশ্চিমবঙ্গের আলু চাষিদের মধ্যে ক্ষোভ বাড়ছে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।  
 
আলু ব্যবসায়ীরা জানিয়েছেন, খুব সহজে এই সমস্যার সমাধান সম্ভব নয়। এই রকম চলতে থাকলে আলু চাষিদের ক্ষতি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না বলে তারা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
ভিএস/আরআর/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।