ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

পহেলা বৈশাখে বই উৎসব কলকাতায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
পহেলা বৈশাখে বই উৎসব কলকাতায় মেলা প্রাঙ্গণ

কলকাতা: পহেলা বৈশাখ উপলক্ষে কলকাতার বইপড়া কলেজ স্ট্রিটে বই উৎসবের আয়োজন করেছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। ২০০ বছরের বই পাড়া কলেজ স্ট্রিটকে উজ্জীবিত করতে এ উদ্যোগের মূল ভাবনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বই উৎসবের ফোকাল থিম কলকাতার হিন্দু কলেজের ২০০ বছর। মেলা প্রাঙ্গণ জুড়ে দেখানো হবে হিন্দু কলেজের ইতিহাস।

কলকাতার বই পাড়ায় পহেলা বৈশাখে বই প্রকাশের চল ছিল। এখনও বৈশাখে কিছু বই প্রকাশ করা হয়ে থাকে।  

তবে পশ্চিমবঙ্গের বাঙলা বই প্রকাশের মূল সময় পাল্টে গিয়ে কলকাতা বইমেলার সময়ে পরিণত হয়েছে। আগামী ১১ এপ্রিল এ উৎসবের উদ্বোধন হবে। চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।

বই উৎসবের আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড-এর সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত বইয়ের সঙ্গে থাকবে বাংলাদেশের লেখকদের বেশ কিছু বই। উৎসবের উদ্বোধনকে কেন্দ্র করে থাকবে শোভাযাত্রা।  

পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড-এর তরফে জানানো হয়েছে, বিগত দুই বছর ধরে এ উৎসবের আয়োজন করা হচ্ছে। তবে এ বছর এ উৎসবকে বৃহৎ পরিসরে পরিকল্পনা করা হয়েছে।

বাংলা নতুন বছরের এ বই উৎসবকে কলকাতার পাঠকরা গ্রীষ্মকালীন বইমেলা হিসেবে মনে করছেন।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।