ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

আম্পানে পশ্চিমবঙ্গে নিহত অন্তত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, মে ২১, ২০২০
আম্পানে পশ্চিমবঙ্গে নিহত অন্তত ১২

ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে তছনছ ভারতের পশ্চিমবঙ্গ। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার (২০ মে) রাতে তিনি এসব কথা জানান। পশ্চিমবঙ্গ উপকূলে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে আম্পান।

 

করোনার এই দুর্দিনে আম্পানের ভয়াবহ আঘাত প্রসঙ্গে মমতা বলেন, করোনা মহামারির চেয়েও ভয়াবহ আম্পানের এই দুর্যোগ। হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ১ লাখ কোটি রুপি।  

ঘূর্ণিঝড় আম্পানের পূর্বপ্রস্তুতি হিসেবে পশ্চিমবঙ্গে ৫ লাখেরও বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।  

বুধবার রাতব্যাপী রাজধানী কলকাতাসহ রাজ্যজুড়ে তাণ্ডব চালায় আম্পান। ঝড়ে ক্ষতিগ্রস্ত বিশাল জনগোষ্ঠীর জন্য জরুরি সহায়তা পরিচালনা করতে গিয়ে দিশেহারা রাজ্য সরকার।  

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, মে ২১, ২০২০ 
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।