ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

পশ্চিমবঙ্গে করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
পশ্চিমবঙ্গে করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

কলকাতা: পশ্চিমবঙ্গে বুধবার (২ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল। এর প্রথম ডোজ নেবেন কলকাতা করপোরেশনের মুখ্য প্রশাসক তথা নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

সূত্রের খবর অনুযায়ী, এদিন বিকেল চারটা নাগাদ কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালের ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড অ্যান্টেরিক ডিজিজেস (নাইসেড) ভবনে গিয়ে ভ্যাকসিন নেবেন ফিরাদ হাকিম। যদিও মূল অনুষ্ঠান শুরু হয়েছে বেলা ১১টা নাগাদ। নাইসেডে এসে এ ট্রায়াল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রাজ্যপাল জগদীপ ধনকার।

নাইসেডের সহযোগিতায় ভারত বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন (কোভ্যাকসিন) ২৫ নভেম্বর কলকাতায় পৌঁছেছে। কলকাতা শাখার বেলেঘাটাতে মাইনাস ৪ ডিগ্রি তাপমাত্রায় এক হাজার ভ্যাকসিনের অ্যাম্পিউল সংরক্ষণ করা রয়েছে।

পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি এবং ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এ ভ্যাকসিন। মূলত, পরীক্ষামূলকভাবে এটাই হবে করোনা ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩১৫ জন। এ নিয়ে বুধবার রাজ্যে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৭৯৯ জন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৩৪০ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৪ হাজার ১০২ জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩ দশমিক ২৮ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৮ হাজার ৪৭৬।

এরমধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২৯০ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা ৫ হাজার ৮৫৯, দক্ষিণ ২৪পরগনা ১ হাজার ৬০৬ জন এবং হাওড়ায় ১ হাজার ৬০জন।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেয়ে, রাজ্যে মোট ১০১টি করোনা হাসপাতাল রয়েছে। এরমধ্যে সরকারি হাসপাতালের সংখ্যা ৪৪ ও বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৭।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
ভিএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।