ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

‘জাওয়াদ’ বিদায় নিলে জেঁকে বসবে শীত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
‘জাওয়াদ’ বিদায় নিলে জেঁকে বসবে শীত

কলকাতা: সকাল থেকেই পশ্চিমবাংলার আকাশে সূর্য়ের দেখা নেই। ঘন মেঘ জমে আছে, সঙ্গে বিক্ষিপ্ত ঝিরি ঝিরি বৃষ্টি কলকাতায়।

শক্তিহীন সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদ। শুধু রোববার (৫ ডিসেম্বর) নয়, আগামীকাল সোমবারও এমন আবহাওয়া থাকবে।

এ দু’দিন সমুদ্র উপকূলবর্তী এলাকায় ভারী থেকে হালকা ঝড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে। ফলে সোমবার সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

এদিকে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমা ঝড় ঢুকেছে। এর প্রভাবে রবি ও সোমবার  ভারতের পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় ও দিল্লিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমা ঝড়ের জেরে ভারী বৃষ্টি ও তুষারপাত হতে পারে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর, লাদাখ ও মুজাফফরাবাদে। আবহাওয়াবিদদের মতে এই দুই ঝড় বিদায় নিলে উত্তরের বাতাসের পথ খুলবে। তারপরই শীত পড়ার অনুকূল পরিস্থিতিও তৈরি হবে।

আবহাওয়াবিদদের মতে, সাগরে কোনো শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হলে বায়ুমন্ডলের উপরে গভীর প্রভাব পড়ে। তাতে আবহাওয়ার স্বাভাবিক ছন্দ নষ্ট হয়। নিম্নচাপ বিদায় নেওয়ার পরেও পুরনো ছন্দ ফিরে পেতে কয়েক দিন সময় লাগে।

বাংলায় শীত কতটা প্রভাব বিস্তার করবে, তা নির্ভর করে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে ওপর। উত্তর ভারতের পার্বত্য এলাকায় তুষারপাত হলে এবং উত্তর-পশ্চিম ভারতে ঠাণ্ডা জেঁকে বসার পর সেখান থেকে কনকনে শীতল হাওয়া পূর্ব ভারত অর্থাৎ বাংলার দিকে বয়ে আসে।

দিল্লির মৌসুম ভবনের খবর, দিন দুয়েক পর থেকে উত্তর-পশ্চিম ভারতে রাতের তাপমাত্রায় ২ থেকে ৪ ডিগ্রির নিচে চলে যাবে। যার জেরে চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। ফলে বাংলায় নিম্নচাপ এবং উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমা ঝড় কেটে গেলেই জেঁকে বসবে শীত।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
বিএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।