ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

মহারাষ্ট্রের ১০ মন্ত্রী, ২০ বিধায়ক করোনা আক্রান্ত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
মহারাষ্ট্রের ১০ মন্ত্রী, ২০ বিধায়ক করোনা আক্রান্ত 

ভারতের মহারাষ্ট্রের ১০ জনেরও বেশি মন্ত্রী এবং ২০ জন বিধায়ক করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এ তথ্য জানান।

 

তিনি বলেন, রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে থাকলে কঠোর বিধিনিষেধ জারি করা হবে।  

মহারাষ্ট্রে নতুন করে ৮,০৬৭ জন করোনা আক্রান্ত হওয়ার একদিন পরে তিনি এ সতর্কবার্তা দিলেন।  

অজিত পাওয়ার বলেন, আমরা বিধানসভার অধিবেশন কমিয়ে দিয়েছি। এখন পর্যন্ত ১০ জনেরও বেশি মন্ত্রী এবং ২০ জনেরও বেশি বিধায়ক করোনায় আক্রান্ত হয়েছেন। সবাই নববর্ষ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠানে অংশ নিতে চায়। মনে রাখবেন, নতুন ভ্যারিয়েন্ট (ওমিক্রন) দ্রুত ছড়িয়ে পড়ছে, তাই সতর্কতা প্রয়োজন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, ২৪ ঘণ্টায় ভারতে করোনায় সংক্রমণ হয়েছে ২২ হাজার ৭৭৫ জনের। এর মধ্যে ওমিক্রনে আক্রান্ত ১৪৩১। সংক্রমণে সবার আগে মহারাষ্ট্র।

শুক্রবার পুনেতে করোনা পজিটিভের মাত্রা ৫.৯ শতাংশ স্পর্শ করে।  

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।