ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

পশ্চিমবঙ্গে ফের স্কুল-কলেজ বন্ধ, আংশিক বিধিনিষেধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
পশ্চিমবঙ্গে ফের স্কুল-কলেজ বন্ধ, আংশিক বিধিনিষেধ

ভারতের পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বাড়ছে। গত ছয় দিনে এই সংক্রমণের হার ১০ গুণ বেড়েছে।

পরিস্থিতি পর্যালোচনা করে সেখানে সোমবার থেকে কিছু বিধিনিষেধ আসতে পারে, এমন ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রোববার সেসব বিধিনিষেধের কথা জানালেন।  

করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো হলো-

১. সোমবার থেকে ব্রিটেনের কোনও বিমানকে কলকাতায় নামতে দেওয়া হবে না।  

২. সোমবার থেকে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে

৩. সন্ধ্যা ৭টার পর রাজ্যে সব লোকাল ট্রেন বন্ধ। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো এবং লোকাল ট্রেন। তবে চলবে দূরপাল্লার ট্রেন।

৪. সরকারি এবং বেসরকারি অফিসে ৫০ ভাগ কর্মী নিয়ে কাজ চলবে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সেই নিয়ম মানতে হবে।

৫. রাত ১০টার পর বন্ধ সিনেমা হল।  

৬. সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি লোক নয়।  

৭. বিদেশ থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা।  

৮. রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে। মাস্ক না পরলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

৯. ৫০ শতাংশ লোক নিয়ে সভা-বৈঠক-সমাবেশ করা যাবে।  

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।