ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

বিজেপি ছেড়ে ফের তৃণমূলে অর্জুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মে ২২, ২০২২
বিজেপি ছেড়ে ফের তৃণমূলে অর্জুন উত্তরী পরানো হচ্ছে অর্জুন সিংকে।

কলকাতা: সকাল থেকেই চমকের পর চমক। অবশেষে জল্পনার অবসান।

রাজ্য বিজেপিকে ধাক্কা দিয়ে তিন বছর পর তৃণমূলে ফিরলেন বিজেপি সাংসদ সদস্য অর্জুন সিং।  

রোববার (২২ মে) কলকাতার ক্যামাক স্ট্রিটের অফিসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের উত্তরীয় পরে নেন অর্জুন সিং।

বর্তমানে অর্জুন উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের সাংসদ সদস্য। মনে করা হচ্ছে, তৃণমূলে ফিরতেই উত্তর ২৪ পরগনায় বড় ধাক্কা খেল বঙ্গ বিজেপি।  

এদিন আনুষ্ঠানিকভাবে তৃণমূল ফিরতেই পাল্টে গেছে অর্জুনের ফেসবুক পেজের কভার ফটো এবং ডিপি। মা-মাটি-মানুষের উত্তরীয় এবং তৃণমূলের পতাকা গায়ে দিয়ে ছবি পোস্ট হলো পেজ থেকে। একইসঙ্গে অর্জুনের অফিস, বাসা থেকে খুলে ফেলা হলো বিজেপির পতাকা। সাজানো হলো তৃণমূলের পতাকা। তারপরই তৃণমূল কংগ্রেসের তরফে টুইট করে অর্জুনের ছবি পোস্ট করা হয়েছে।

এদিন দুপুরের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে আসেন বিজেপি সাংসদ অর্জুন সিং। বিজেপি সাংসদ কী তৃণমূলে ফিরবেন, তা নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা ছিল। এদিন সেই জল্পনার অবসান হলো।  

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটের আগে দিল্লি গিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। সেই দল-বদলের মঞ্চে ছিলেন মুকুল রায়ও। সেই বছর ভোটে জিতে ব্যারাকপুরের সাংসদও হয়েছিলেন অজুর্ন। অবশেষে পুরনো দলে ফিরলেন তিনি।

গত বছর তৃণমূলে ফিরেছিল মুকুল রায়। দায়িত্ব পেয়েছেন সর্বভারতীয় তৃণমুল কংগ্রেসের অবজার্ভার। এবছর বাবুল সুপ্রিয়ো তৃণমূলে ফিরেই দক্ষিণ কলকাতার বালিগঞ্জে বিধায়ক। এবার প্রতাপশালি অর্জুনের ঘরে ফেরা। এখন দেখার কী দায়িত্ব পায় অজুর্ন। তবে জানা যাচ্ছে, অজুর্নকে দলে ফেরানো একান্ত সিদ্ধান্ত অভিষেকের।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মে ২২, ২০২২
ভিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।