ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

করোনায় আক্রান্ত অমর্ত্য সেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
করোনায় আক্রান্ত অমর্ত্য সেন

কলকাতা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাঙালি নোবেলজয়ী অমর্ত্য সেন। তবে তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।

কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গে ফিরেছেন এ নোবেল জয়ী। শান্তিনিকেতনের বাড়িতেই আছেন অমর্ত্য সেন। জানা যায়, তারপর থেকেই তার শরীর খুব একটা ভালো যাচ্ছিল না। ছিল হালকা জ্বর ও খুসখুসে কাশি।

চিকিৎসক তাকে করোনা টেস্টের পরামর্শ দেন। র‌্যাপিড টেস্ট করানো হয় অমর্ত্য সেনের। সেই টেস্টেই করোনা পজিটিভ ধরা পড়ে।

বর্তমানে শান্তিনিকেতনে নিজের বাড়ি ‘প্রতীচী’তেই রয়েছেন অমর্ত্য সেন। সেখানেই তার চিকিৎসা চলছে। তবে এখনও তার আরটি-পিসিআর টেস্ট হয়নি।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৯ জুন) কলকাতায় একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা ছিল। এছাড়া রোববার (১০ জুলাই) তার লন্ডন ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন সবকিছু স্থগিত করে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০২২
ভিএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।