ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প

কক্সবাজারে জিপিএস ইস্পাতের মতবিনিময় সভা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
কক্সবাজারে জিপিএস ইস্পাতের মতবিনিময় সভা  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পর্যটন নগরী ক্সবাজারের একটি হোটেলে উখিয়ার জিপিএইচ চ্যানেল পার্টনারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (০৬ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় উখিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, চ্যানেল পার্টনারদের পক্ষে শাহনেওয়াজ চৌধুরী, সাইফুল আলম শিকদার , জিপিএইচ’র ডিজিএম জাহেদ আল আসবা, সিনিয়র অফিসার রূপম বড়‍ুয়া, এমরান হোসেন  উপস্থিত ছিলেন।

জিপিএইচ’র পক্ষ থেকে বলা হয়, জিপিএইচ ইস্পাত চট্টগ্রামের  কুমিরার প্ল্যান্ট সম্প্রসারণের জন্য অস্ট্রিয়া জিএমবিএইচ এর সঙ্গে চুক্তি করেছে। ফলে প্রতি বছর ৮ লাখ ৪০ হাজার মেট্রিকটন বিলেট ও  ৬ লাখ ৪০ হাজার মেট্রিকটন রিবার্স অ্যান্ড সেকশনস তৈরি হবে। এতে গ্রাহকরা অপেক্ষাকৃত উন্নতমানের ইস্পাত সামগ্রী পাবেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।