ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প

আইসিসিবিতে শুরু হলো বাংলাদেশ ডেনিম এক্সপো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
আইসিসিবিতে শুরু হলো বাংলাদেশ ডেনিম এক্সপো আইসিসিবিতে শুরু হয়েছে ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’ প্রদর্শনী; ছবি- কাশেম হারুন

ঢাকা: ডেনিম সাপ্লাই চেইনের স্বচ্ছতার ওপর আলোকপাত করে শুরু হলো দেশের ডেনিম কাপড়ের সর্ববৃহৎ প্রদর্শনী 'বাংলাদেশ ডেনিম এক্সপো’। এবারের এক্সপোর মূল থিম হচ্ছে ট্রান্সপারেসি।

বুধবার (৮ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দুইদিন ব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন হয়। এর আয়োজন করেছে বাংলাদেশ ডেনিম এক্সপো।

আয়োজক সূত্রে জানা যায়, বাংলাদেশ ডেনিম এক্সপোর এই ৭ম সংস্করণ দেশের পোশাক শিল্পের জন্য এক নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের পোশাক শিল্পের স্বচ্ছতা তুলে ধরার মাধ্যমে ডেনিম রপ্তানিতে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করাই আয়োজকদের প্রধান উদ্দেশ্য। আইসিসিবিতে ডেনিম প্রদর্শনীর স্টল; ছবি- কাশেম হারুন ৮ ও ৯ই নভেম্বর অনুষ্ঠিত ২ দিনের এই প্রদর্শনীতে ১২টি দেশ থেকে আগ্রহী ক্রেতারা অংশগ্রহণ করছেন। তাছাড়া এই এক্সপোতে সারা বিশ্ব থেকে রেকর্ডসংখক ১২ হাজারেরও বেশি দর্শক অনলাইনে প্রাক নিবন্ধন সম্পন্ন করেছেন।

প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, নভেম্বর ৮,২০১৭
এমএসি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।