ঢাকা, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিল্প

নাটোরের নর্থ বেঙ্গল চিনিকলের উৎপাদন বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
নাটোরের নর্থ বেঙ্গল চিনিকলের উৎপাদন বন্ধ নর্থ বেঙ্গল চিনিকল

নাটোর: আখ মাড়াইয়ের উদ্বোধনের আট ঘণ্টা পর নাটোরের গোপালপুর নর্থ বেঙ্গল চিনিকলের যান্ত্রিক ত্রুটির কারণে চিনি উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে বর্তমানে যান্ত্রিক ত্রুটি সাড়াতে মেরামতের কাজ চলছে।

শনিবার (১৭ নভেম্বর) বিকেলে মিলটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উদ্বোধনের আট ঘণ্টা পর রাত ৩টার দিকে আখ মাড়াই অবস্থায় মিলের স্ট্রিম লাইনের পাইপ ফেটে যায়।

এতে চিনি উৎপাদন ব্যহত হওয়াসহ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এসময় তাৎক্ষনিকভাবে মেশিন বন্ধ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

ঘটনার পর থেকে চিনি উৎপাদন বন্ধ রয়েছে। তবে বর্তমানে যান্ত্রিক ত্রুটি সাড়াতে মেরামতের কাজ চলছে। আশা করছি রাত ৮টার পরপরই পুনরায় মিল চালু করা সম্ভব হবে। এতে মিলের কোনো ক্ষতি হবে না বলেও জানান প্রকৌশলী মিজানুর রহমান।

শুক্রবার (১৬ নভেম্বর) বিকেলে চিনিকল চত্বরে মিলাদ ও দোয়া মাহফিল শেষে ডোঙ্গায় আখ ফেলে অতিথিরা আখ মাড়াই মৌসুম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad