ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প

বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ ভারতের পেট্রাপোল বন্দরে আটকা আছে ট্রাক, ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): ভারতের ৭০ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে এপথে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

শনিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে বন্ধ হয় কার্যক্রম।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহ সভাপতি আমিনুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভারতে ৭০ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল থেকে বন্দরের আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

তবে কিছুটা স্বাভাবিক রয়েছে বেনাপোল বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম। রোববার (২৭ জানুয়ারি) সকাল থেকে পুনরায় এ পথে দু’ বন্দরের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের উপ পরিদর্শক (এসআই) ফজলুর রহমান বাংলানিউজকে বলেন, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে বেনাপোল ইমিগ্রেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার।

এদিকে আমদানি-রফতানি বন্ধ থাকায় ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় দু’হাজার পণ্যবাহী ট্রাক। এসব পণ্যের মধ্যে অধিকাংশ রয়েছে শিল্পকারখানার কাঁচামাল ও পচনশীল পণ্য।  

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এজেডএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।