ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প

শেষ দিনে সিরামিক এক্সপোতে ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
শেষ দিনে সিরামিক এক্সপোতে ভিড় সিরামিক এক্সপোতে দেশি-বিদেশি ক্রেতাদের ভিড়। ছবি: বাংলানিউজ

ঢাকা: শেষ দিনে সিরামিক এক্সপোতে ভিড় করেছেন দেশি-বিদেশি ক্রেতারা।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) চারটি হলেই ভিড় দেখা যায় ক্রেতা-দর্শনার্থীদের।

এর আগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তিন দিনব্যাপী সিরামিক এক্সপো বাংলাদেশ-২০১৯ শুরু হয়।

সিরামিক এক্সপোতে দেশি-বিদেশি ক্রেতাদের ভিড়।  ছবি: বাংলানিউজ

সিরামিক পণ্য, উপাদান, মেশিনারি ও প্রযুক্তিখাতের দেশের সবচেয়ে বড় এই এক্সপো সম্পন্ন হবে সন্ধ্যা ৭টায়।

বাংলাদেশ সিরামিক ম্যানুফেকচারিং এক্সপোর্ট অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক এ মেলার আয়োজন করে।

সিরামিকের নান্দনিক নানা পণ্য ক্রেতাদের আকর্ষণ করে। স্পট অর্ডারের সুযোগ থাকায় বিদেশি ক্রেতাদের পাশাপাশি দেশি ক্রেতারাও অংশ নিয়েছেন মেলায়।

ডিবিএল সিরামিকের এক্সিকিউটিভ রাফা বলেন, এ মেলায় দেশি-বিদেশি ক্রেতারা এসেছেন। আমাদের পণ্য দেখেছেন। বিদেশি অনেক ক্রেতা অর্ডারও করেছেন।

বিদেশি ক্রেতা জিয়ানে সিলভা মেলো বলেন, আমরা বাংলাদেশ থেকে সিরামিকজাত পণ্য নেবো। এজন্য কয়েকটি কোম্পানির সঙ্গে কথা হয়েছে।

এবারের প্রদর্শনীতে ২০টি দেশের মোট ১২০টি প্রতিষ্ঠান ও ১৫০টি ব্র্যান্ড অংশ নিয়েছে। এছাড়া ৩শ আন্তর্জাতিক প্রতিনিধি ও ৫শ বায়ারস হোস্ট এবারের এক্সপোতে অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।