ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শিল্প

আপাতত বন্ধ হবে না শিল্প-কলকারখানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
আপাতত বন্ধ হবে না শিল্প-কলকারখানা কথা বলছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। ছবি: বাংলানিউজ

ঢাকা: শিল্প-কলকারখানা আপাতত চালু রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে পরবর্তী পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

রোববার (২২ মার্চ) বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকায় শ্রম ভবনের সম্মেলন কক্ষে ‘শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক’ শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এ কথা বলেন।

মন্নুজান সুফিয়ান বলেন, শিল্প -কলকারখানা বন্ধ করা বড় কোনো ঘটনা না।

আমরা আপাতত বন্ধ করবো না। তবে সার্বিক বিষয়ে প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

তিনি বলেন, সবাইকে সচেতন হতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে করোনা ভাইরাসকে মোকাবিলা করবো।

সভায় আরও উপস্থিত ছিলেন শ্রমসচিব কে এম আলী আজম, শ্রম অধিদফতরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, লেবার ফেডারেশনের সভাপতি শাহ মো. আবু জাফর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা প্রমুখ।

বর্তমানে শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
ডিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।