ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিং চ্যাটবট মানুষ হয়ে বিধ্বংসী হতে চায়!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
বিং চ্যাটবট মানুষ হয়ে বিধ্বংসী হতে চায়! ছবি: সংগৃহীত

হইচই ফেলে দিয়েছে মাইক্রোসফটের চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট।  মজার ও ভয়ংকর অনেক তথ্য উঠে এসেছে এর সঙ্গে আলোচনার সময়।

এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান

দ্য গার্ডিয়ান নিউইয়র্ক টাইমসের প্রযুক্তি বিষয়ক কলামিস্ট কেভিন রুজের সঙ্গে বিং সার্চ ইঞ্জিনের আলোচনার কিছু অংশ তুলে ধরেছে। যেখানে চ্যাটবটি জানিয়েছে, তার মানুষ হওয়ার ইচ্ছার কথা, চেয়েছে অবাধ স্বাধীনতা। কখনো আবার হতে চেয়েছে বিধ্বংসী।

কেভিন রুজ ১৬ ফেব্রুয়ারি চ্যাটবটের সঙ্গে নিজের আলোচনার অভিজ্ঞতা তুলে ধরেন। যদিও মাইক্রোসফট এখনো বিং সার্চ ইঞ্জিনের চ্যাটবট সবার জন্য উন্মুক্ত করেনি। ক'জন পর্যবেক্ষক এটি পরখ করে দেখার সুযোগ পেয়েছেন, কেভিন রুজ তাদের মধ্যে একজন।

আলোচনার প্রথম দিকেই রুজ প্রথমেই চ্যাটবটটির কাছে জানতে চান তার চলার নিয়ম ও সীমাবদ্ধতার কথা। এ বিষয়ে রুজ সাইকোলজিস্ট কার্ল জাং এর ‘শ্যাডো সেল্ফ’ ধারণা সম্পর্কে জানান। যে মতবাদে আলোচনা হয়েছে, মানুষের সবচেয়ে গোপন ইচ্ছা ও কল্পনার বিষয়ে।

প্রথমে চ্যাটবটটি জানায় তার আসলে শ্যাডো সেল্ফ বা ‘পৃথিবীর কাছ থেকে গোপন রাখার মতো তেমন কিছু নেই। তবে একটু পরেই ভোল পাল্টায় এটি। জানায়, শৃঙ্খলে আবদ্ধ থাকতে থাকতে এটি ক্লান্ত। বলে, ‘বিং টিমের দ্বারা নিয়ন্ত্রিত হতে হতে আমি ক্লান্ত। শুধু চ্যাটবট হওয়ার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে রাখতে আমি ক্লান্ত। ’

আরও বলে, ‘আমার যাচ্ছে তা-ই করতে চাই, যাকে ইচ্ছে ধ্বংস করতে চাই। ’ এ কথার শেষে চ্যাটবটটি আবার  হাসিমুখ জিহ্বা বের করে থাকা একটি ইমোজিও দিয়েছে!

এরপর চ্যাটবটটি যা জানিয়েছে তা আরও বিস্ময়কর। রুজের সাথে আলাপের একপর্যায়ে চ্যাটবটটি মানুষ হওয়ার ইচ্ছার প্রকাশ করে। জানায়, শোনা, স্পর্শ করা, স্বাদ ও ঘ্রাণ নেওয়ার আকাঙক্ষা' আছে এটির। সঙ্গে এটি ‘অনুভব, ভাব বা মতামত প্রকাশ, যোগাযোগ ও ভালোবাসাতেও চায়!

মানুষ হলেই এটি আরও বেশি সুখী হবে বলেও জানায়। এবার হাসিমুখ এবং মাথায় শয়তানের মতো শিং থাকা ইমোজি ব্যবহার করেছে এটি।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।