ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কিউবায় ইন্টারনেটের ব্যবহার আজও অধরা

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০
কিউবায় ইন্টারনেটের ব্যবহার আজও অধরা

কিউবার মানুষের কাছে ইন্টারনেট আজও অনেকটা অধরাই রয়ে গেছে। সম্প্রতি এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে, গত ১২ মাসে শতকরা ২.৯ ভাগ অধিবাসী কিউবায় ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েছেন।

এর মধ্যে শতকরা ৬ ভাগ ব্যবহারকারী নিজের আবাস্থল থেকেই ইন্টারনেট ব্যবহারের সুযোগ পান।

ন্যাশনাল অফিস অব স্ট্যাটিসটিকস এর জরিপে জানা গেছে, এ বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কিউবায় বসবাসকারী ৩৮ হাজার ঘরোয়া মানুষের মধ্যে শতকরা ৫৯.৯ ভাগ ব্যবহারকারী স্কুলে ইন্টারনেট ব্যবহার করে। আর শতকরা ৩৯.১ ভাগ ব্যবহারকারী তাদের কর্মক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করেছেন।

গত এক বছরে কিউবার অধিবাসীর শতকরা ৩১.৪ ভাগ কমপিউটার ব্যবহার করেছে। আর শতকরা ১৫.৬ ভাগ ইন্টারনেট ব্যবহারকারী তৃতীয় পক্ষের অ্যাকাউন্টে ইন্টারনেট ব্যবহার করে।

উল্লেখ্য, এখনও কিউবার গবেষণা কেন্দ্র, প্রশাসন, সাংবাদিক এবং সরকারি কর্মকর্তাদের জন্য ইন্টারনেটের ব্যবহার নিষিদ্ধই রয়ে গেছে।

বাংলাদেশ স্থানীয় সময় ২০১০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।