ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিশ্বজুড়ে চলছে ওয়েব ব্রাউজারের লড়াই

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১০

বিশ্বজুড়ে ইন্টারনেট ওয়েব ব্রাউজারের নিয়ে শুরু হয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বীতা। এ মুহূর্তে গুগল ক্রোমের অগ্রগতিতে ইন্টারনেট এক্সপ্লোরার এবং মজিলার বাণিজ্যিক অবস্থা হুমকির সম্মুখীন।

অন্যদিকে মজিলা ফায়ারফক্সের পতন লক্ষ্য করা যাচ্ছে। সে তুলনায় এগিয়ে আছে গুগল ক্রোম। উল্লেখ্য, ২০০৮ সালের মধ্যভাগে আসা গুগলের ক্রোম ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারকে কঠিনভাবেই আঘাত করে।
এছাড়াও ক্রোম ব্রাউজারের অগ্রগতিতে মজিলার ফায়ারফক্সে ব্যাপক প্রভাব ফেলে।

এ মুহূর্তে গুগল ক্রোম বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় ওয়েব ব্রাউজার। উল্লেখ্য, গত বছরের মে মাস থেকে গুগল ক্রোম ৩০ ভাগ বাজার দখল করেছে। বিশ্বজুড়ে ওয়েব ব্রাউজারের বড় বাজার আছে। ২০০৮ সালে মজিলার ফায়ারফক্স প্রকাশ পায়। এ ব্রাউজার বিজ্ঞাপন মাধ্যমে ৭ কোটি ৯০ লাখ ডলার বার্ষিক আয় করে।

২০০৯ সালে শুরু হওয়া মোবাইল ব্রাউজারের অগ্রগতি শতকরা ০.৬ ভাগ থেকে এ মুহূর্তে ৩.৫ ভাগে দাঁড়িয়েছে। এ সংখ্যা যুক্তরাষ্ট্রে ও যুক্তরাজ্যে ৫ ভাগ।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।