ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইফোন৫ চ্যালেঞ্জে এসথ্রি ‘মিনি’

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২
আইফোন৫ চ্যালেঞ্জে এসথ্রি ‘মিনি’

স্যামসাং অবমুক্ত করেছে গ্যালাক্সি এসথ্রি মিনি। সুদীর্ঘ অপেক্ষার ইতি টেনে আইফোন ৫ এখন বাজারে।

আর এ প্রতিযোগিতায় নতুন চ্যালেঞ্জ ছুড়েছে গ্যালাক্সি এসথ্রি মিনি। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

অবয়বে আর দামে ছোট হয়ে এসেছে এ নতুন স্মার্টফোন। মূল পর্দা ৪ ইঞ্চি। এটি আইফোন ৫ মডেলের সমতূল্য। আগের গ্যালাক্সি এসথ্রির স্ক্রিন ছিল ৪.৮ ইঞ্চি পর্দার। রেজ্যুলেশন ৮০০ বাই ৪৮০ পিক্সেল। ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। আর প্রসেসরের গতি ১ গিগাহার্টজ।

অপেক্ষাকৃত মধ্যম মানের ভোক্তাদের জন্যই এ মডেলের কথা ভেবেছে স্যামসাং। তবে এ মডেলের বিক্রি কিংবা দাম কোনো বিষয়েই কোনো ধারণাই দেয়নি স্যামসাং।

প্রসঙ্গত, আইফোন ৫ এবং গ্যালাক্সি এ দুয়ের দ্বন্দ্বের কারণে স্মার্টফোনের বিশ্ববাজার অস্তিতিশীল হয়ে আছে। এখনো বিশ্বের ১০টি প্রথম শ্রেণীর শহরে আইনি লড়াইয়ের মুখোমুখি অ্যাপল ও স্যামসাং।

বাংলাদেশ সময় ২২০৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।