ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিনামূল্যে ১০ লাখ ই-বুক দেবে বিআইডিডি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১২

ঢাকা: দেশব্যাপী আউট সোর্সিং কাজে দক্ষতা বৃদ্ধির জন্য বিনাম্যূলে ই-বুক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইডিডি)।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুব্রত রাহা বাংলানিউজে জানিয়েছেন, আগামী ৩ মাস সারাদেশে ইন্টারনেটের মাধ্যমে ২ শতাধিক পৃষ্ঠার এই ই-বুক বিনামূল্যে বিতরণ করা হবে।

ফলে সহজেই আউটসোর্সিং কাজে যে কেউ নিজেকে সম্পৃক্ত করতে পারবেন।

তিনি আরও জানান, বিনামূল্যে এ ই-বুক বিতরণের ফলে সম্ভাবনাময় এই সেক্টর নিয়ে বিভ্রান্তিও অনেকটা দূর হবে। এ সেক্টরের দক্ষ জনগোষ্ঠী তৈরিতেও ব্যাপক ভূমিকা রাখবে ই-বুক।

ই-বুক-নাম-জেলা-ইমেইল আইডি লিখে দেশের যে কোন জায়গা থেকে ০১৭৫৩-১৯৯৩৭৭ নম্বরে এসএমএস করলেই ইমেইলে ই-বুক পাঠানো হবে বলেও জানান তিনি।

আউটসোর্সিং সমন্ধে জানতে কিংবা বিনামূল্যে এই ই-বুক পেতে হলে বিআইডিডি, ৫৩, সেন্ট্রাল রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫ ঠিকানায়ও যোগাযোগ করতে পারেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১২
এমআই/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।