ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভারতে ৮৪৫ ডলারে আইফোন-৫

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১২
ভারতে ৮৪৫ ডলারে আইফোন-৫

দক্ষিণ এশিয়ায় পৌঁছল আইফোন(৫)। গত ৪ নভেম্বর রোববার ভারতের দিল্লিতে আনুষ্ঠানিকভাবে এ স্মার্টফোন অবমুক্ত করা হয়।

ভারতে আইফোন(৫) মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৮৪৫ ডলার। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

ভারতের প্রত্যন্ত রাজ্য শহরগুলোতে এখনও উচ্চমানের স্মার্টফোনের বাজার তৈরি হয়নি। এ তথ্য অ্যাপল বাজার গবেষণায় পেয়েছে। তাই ভারতের নির্বাচিত কিছু শহরেই মিলবে আইফোন(৫)।

নয়দিল্লিতে পাঁচ শতাধিক ভক্তের হাতে আইফোন(৫) তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে অ্যাপল। ভারতে এ বিপণন প্রক্রিয়ায় সহায়তা করছে ভারতী এয়ারটেল।

ভারতের নয়াদিল্লিতে আইফোন(৫) অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নেহা ধুপিয়া। চাহিদার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশে আইফোন(৫) বিপণন করছে অ্যাপল। তবে গতবারের আইফোন(৪ এস) মডেলের তুলনায় আইফোন(৫) মডেলের চাহিদা শুরুতেই কিছুটা বেড়েছে। একে ইতিবাচক হিসেবেই দেখছে অ্যাপল।

একই মুম্বাই এবং ব্যাঙ্গালুরুতে আইফোন(৫) অবমুক্ত করা হয়। তবে নয়াদিল্লিতেই আইফোন(৫) নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনা লক্ষ্য করা যায়। ভারতের গণমাধ্যমগুলো এমন তথ্যই দিয়েছে।

নয়াদিল্লিতে আইফোন(৫) মডেলের প্রথম ক্রেতা হয়েছেন ধিরাজ। এ ফোন সম্পর্কে ধিরাজ জানান, এটা গর্বের যে আমার একটা আইফোন(৫) আছে। অনেক সময় ধরেই এ ফোন হাতে পাওয়ার অপেক্ষায় ছিলাম। এটা সত্যিই দারুণ এক অনুভূতি।

ভারতজুড়ে এখন দিওয়ালি উৎসবের প্রস্তুতি চলছে। এ সময় স্মার্টফোনের বাজারে বিক্রি কিছুটা বেশি হয়। এ চাহিদার কথা মাথায় রেখে অ্যাপল ভারতে সীমিত সংখ্যাক আইফোন(৫) বিক্রির উদ্যোগ নিয়েছে। আর তাতে সাড়াও মিলছে।

যদিও ভারত অ্যাপলের জন্য খুব বড় বাজার নয়। তবে গুরুত্বপূর্ণ অবশ্যই। এটা অ্যাপল নিজেই উপলব্ধি করেছে। প্রসঙ্গত, ভারতে অ্যাপলের শতকরা ১.২ ভাগ পণ্য বিক্রি হয়। এর মধ্যে হ্যান্ডসেটের চাহিদা বেশি।

বাংলাদেশ সময় ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।