ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৮ ডিসেম্বর চিলড্রেন ডিজিটাল ওয়ার্ল্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২

ঢাকা: তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক প্রদর্শনী ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’-এ শিশুদের জন্য থাকছে দারুন দারুন আয়োজন। রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৮ ডিসেম্বর এই আয়োজন করা হবে।

প্রদর্শনী প্রাঙ্গণে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন, রোবটসহ বিভিন্ন ধরনেরে সফটওয়্যার দেখা ও ব্যবহারের সুযোগ থাকবে। পাশাপাশি শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে থাকছে বিশেষ আয়োজন।

‘চিলড্রেন ডিজিটাল ওয়ার্ল্ড’ শীর্ষক এ আয়োজনে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা নিজেদের ভাবনায় ডিজিটাল জগতকে তুলে ধরবে। এ আয়োজনে বক্তা ও সঞ্চালক হবে শিশুরাই।

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ডিজিটাল ওয়ার্ল্ডে ৮ ডিসেম্বর বেলা দুইটা ৩০ মিনিটে হবে এ আয়োজন। শিক্ষার্থীরা ব্যক্তিগত কিংবা বিদ্যালয় থেকে দলগতভাবে অংশ নিতে পারবে।
অনলাইনে বিস্তারিত: www.digitalworld.org.bd/childrens-digital-world।

বাংলাদেশ সময় ০৬৩২ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
এমআইআর/ সম্পাদনা: জয়নাল ‍আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।