ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফ্রেন্ডলিস্টের বাইরে মেসেজ পাঠাতে লাগবে ১ ডলার!

হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
ফ্রেন্ডলিস্টের বাইরে মেসেজ পাঠাতে লাগবে ১ ডলার!

ঢাকা: ধরা যাক, কোন অনুষ্ঠানে কারো সঙ্গে আপনার পরিচয় হলো। তাকে আপনি ফেসবুকে মেসেজ পাঠাতে চান।

কিংবা কোনো পরিচিতকে গুরুত্বপূর্ণ কোনো ব্যাপারে জানাতে চান।

ফেসবুকের বর্তমান সুবিধা অনুযায়ী, স্বচ্ছন্দ্যেই সেটা করতে পারবেন, তবে আপনার মেসেজটি জমা হবে ইনবক্সের ‘আদার’ ফোল্ডারে। এ ফোল্ডারে বিভিন্ন অপ্রয়োজনীয়, অপরিচিত মানুষের মেসেজ আসে বলে অধিকাংশ ব্যবহারকারীই এটি এড়িয়ে যান।

এ সমস্যার সমাধানের জন্যই নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে ইনবক্সের ‘মেইন’ ফোল্ডারে মেসেজ পাঠানোর পদ্ধতি চালু করতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

নতুন এ পদ্ধতিতে নিজের বন্ধুতালিকার বাইরে কারো মূল ইনবক্সে মেসেজ পাঠাতে টাকা লাগবে। এরইমধ্যে এর পরীক্ষামুলক কার্যক্রম শুরু হয়েছে।

ফেসবুকের এক ব্লগ পোস্ট থেকে এ তথ্য জানা যায়।

ফেসবুকের একশ’ কোটির বেশি ব্যবহারকারীকে কাজে লাগিয়ে পুঁজি অর্জনই এমন সিদ্ধান্তের উদ্দেশ্য বলে জানা গেছে। এছাড়া এর মাধ্যমে অহেতুক ও অবাঞ্ছিত মেসেজ চলাচালে অনেকটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে ফেসবুকের যে কোনো সদস্যই অপরজনকে মেসেজ পাঠাতে পারেন। তবে বন্ধুতালিকার বাইরের ব্যবহারকারীদের মেসেজ ইনবক্সের ‘আদার’ নামক এক ফোল্ডারে জমা হয়, যেটি অনেক ব্যবহারকারীই উপেক্ষা করে যান।

নতুন পদ্ধতি চালু হলে বন্ধুতালিকার বাইরে থাকা কাঙ্খিত ব্যক্তিকে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ‘মেইন’ ফোল্ডারে মেসেজ পাঠাতে পারবেন। প্রাথমিকভাবে এ মূল্য ১ ডলার নির্ধারণ করেছে ফেসবুক।

এ পদ্ধতিতে শুধু ব্যক্তিগত মেসেজই পাঠানো যাবে। ফলে কোনো কোম্পানি ইচ্ছা করলেই অর্থের বিনিময়ে প্রচারণামুলক মেসেজ পাঠাতে পারবে না। অবশ্য ফেসবুক এরইমধ্যে স্প্যাম মেসেজ শনাক্ত করার জন্য নিজস্ব অ্যালগরিদম ব্যবহার করে।

পরীক্ষামুলকভাবে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঞ্চলের ব্যবহারকারীদের মধ্যে এ পদ্ধতি চালু করেছে ফেসবুক।

উল্লেখ্য, এর কিছুদিন আগে ফেসবুক অর্থের বিনিময়ে আরেকটি সার্ভিস চালু করেছিল, যার ফলে ৭ ডলারের বিনিময়ে নিজের ব্যক্তিগত পোস্টকে বন্ধুদের কাছে আরও জনপ্রিয় করে তুলতে পারেন যে কেউ।

এছাড়া সম্প্রতি ফেসবুকের শেয়ার দর কমে যাওয়ার পর বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ অনলাইন বিজ্ঞাপন বাড়ানোসহ নানা অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
এসএসআর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।