ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশের ৩৮ ভাগ মানুষের কাছে ইন্টারনেট!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
দেশের ৩৮ ভাগ মানুষের কাছে ইন্টারনেট!

ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম এরই মধ্যে অনেকটাই এগিয়েছে। এভাবে চললে মধ্যম আয়ের দেশের তালিকায় যেতে ২০২১ সাল পর্যন্ত লাগবে না।



বৃহস্পতিবার ২৭ ডিসেম্বর দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল বাংলাদেশের ৪ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনারে এ আশাবাদ ব্যক্ত করা হয়।

মূল প্রবন্ধে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা মুনির হাসান বলেন, আমাদের লক্ষ্য ২০১৫ সালের মধ্যে শতকরা ৩৮ ভাগ মানুষকে ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা। এ মুহূর্তে প্রায় ৯ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে। বাড়ছে ইন্টারনেট গ্রাহকের সংখ্যাও। এ সংখ্যা বর্তমানে প্রায় আড়াই কোটি।

মুনির হাসান, গত বছর আউটসোসিংয়ের প্রায় ১ কোটি ৩০ লাখ ডলার আয় করেছে বাংলাদেশ। এ বছর তা ২ কোটি ৮০ লাখ ডলার ছাড়িয়ে যেতে পারে। গ্রাম পর্যায়ে ইউনিয়ন অফিসে সেবা প্রদান করে প্রায় ১২০ কোটি টাকা আয় হয়েছে।

এ ছাড়াও মোবাইল ফোনে ২ কোটি বিল প্রদান করা হয়। জেলা প্রশাসনে ৮ ল‍াখ ই-আবেদন জমা আছে নানা বিষয়ে। ১১ ল‍াখ জমির পরছা দেওয়া হয়েছে ইন্টারনেটে। ইলেকট্রনিক মানি অর্ডার হয়েছে প্রায় ৮৫ লাখ। এসব তথ্য ছাড়াও চার বছরে অর্জিত তথ্যপ্রযুক্তির আরও নানা দিক ধরা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। বর্তমান সরকার তথ্যপ্রযুক্তির উন্নয়নে আন্তরিক উল্লেখ করে তিনি বলেন, এ সরকারের আমলে মিডিয়ার স্বাধানীতা নিশ্চিত হয়েছে। বেসরকারি টিভি চ্যানেলেও এসেছে আওয়ামী লীগ সরকারের আমলেই। এসব হয়েছে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার জন্য। এখন জেলা-উপজেলায় ইন্টারনেট সেবা পৌঁছে গেছে।

কম্পিউটার সোসাইটির এ সংক্রান্ত প্রস্তাব লিখিতভাবে সরকারের কাছে দেওয়ার প্রতি গুরুত্ব দিয়ে এইচ টি ইমাম বলেন, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আলাদা হওয়ায় এর কোষাগার প্রায় শূন্য। অনেক বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তিতে পিছিয়ে গেছে। এর মধ্যে ত্রিশালের কবি নজরুল বিশ্ববিদ্যালয় অন্যতম। কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শুধু অবকাঠামোই আছে। তথ্যপ্রযুক্তির তেমন কোনো সুবিধা নেই।

এ সেমিনারের সঞ্চালনা করেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার। অতিথিদের মধ্যে ছিলেন ড. খায়রুজ্জামান মজুমদার এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন।

ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, আমাদের দেশের তথ্যপ্রযুক্তির ইতিহাস বেদনাদায়ক। এ দেশের তথ্যপ্রযুক্তির উন্নয়নে ২১ বছরের মধ্যে মূলত কাজ হয়েছে ৯ বছর। তথ্যপ্রযুক্তির উন্নয়ন হলে জিডিপি প্রবৃদ্ধি অচিরেই ৬ শতাংশ থেকে ১০ ভাগে পৌঁছবে বলেও তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ সময় ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২।
ইউএম/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর/সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।