ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টেলিটকের থ্রিজি মডেম ‘ফ্ল্যাশ’

ইশতিয়াক হুসাইন, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৩
টেলিটকের থ্রিজি মডেম ‘ফ্ল্যাশ’

ঢাকা: টেলিটকের থ্রিজি ইন্টারনেট ‘ফ্ল্যাশ’ ডংগল বাজারে এসেছে নতুন বছরের প্রথম দিন মঙ্গলবার।

রাজধানীর রূপসী বাংলা হোটেলে বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুজিবুর রহমান।



গ্রাহকরা মঙ্গলবারই টেলিটকের বিক্রয় কেন্দ্রগুলোতে এটি কিনতে পারছেন। আড়াই হাজার টাকার মধ্যেই এর দাম সীমাবদ্ধ রাখা হয়েছে।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুজিবুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে জানান, থ্রিজি নেটওয়ার্কের বাইরে গেলেও টুজি এর স্পিড-এ গ্রাহকরা এটি ব্যবহার করতে পারবেন।

অত্যন্ত দ্রুতগতির এই মডেম কেনার সঙ্গে সঙ্গে গ্রাহকরা ১০ জিবি ডাটা ফ্রি পাবেন, যা ৫১২ কেবিপিএস স্পিডে ব্যবহার করতে পারবেন। এতে সর্বোচ্চ ৪ এমবিপিএস স্পিডে এতে ডাটা ট্রান্সমিশন করা যাবে।

বনানী, ফার্মগেট, পল্টন, রমনা, যাত্রাবাড়ী, ধানমণ্ডি, মিরপুর, উত্তরা, টঙ্গী, নারায়ণগঞ্জ ও সদরঘাটে টেলিটকের ডিলার ও দেড় হাজার খুচরা দোকানে এ মডেম পাওয়া যাবে।     

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৩    
আইএইচ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।