ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইল্যান্সে দেশিদের ঘণ্টায় ৮ ডলার উর্পাজন!

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৩
ইল্যান্সে দেশিদের ঘণ্টায় ৮ ডলার উর্পাজন!

ইল্যান্সের বন্দর নগরি চট্টগ্রাম সফর। দুদিনের এ সফরে মূলত ফ্রিল্যান্সারদের মানোন্নয়নে কাজ করা হয়।

এদের মধ্যে ছিল একটি ফ্রিল্যান্স ক্যারিয়ার বিষয়ক সেমিনার এবং একটি ইল্যান্স কর্মশালা।

চট্টগ্রামে ইল্যান্সের প্রথম ইভেন্টটি হয় জুবিলি সড়কের কাদের টাওয়ারে অবস্থিত মাইসিস কার্যালয়ে। এ দিনের মূল অনুষ্ঠান ছিল ‘ফ্রিল্যান্স ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার।

ফ্রিল্যান্সিং এবং অন্য সব মুক্ত পেশা সম্পর্কে সঠিক ধারণা ও গাইডলাইন দিতে চট্টগ্রামে এ প্রথম ফ্রিল্যান্স ক্যারিয়ার বিষয়ক সেমিনার আয়োজন করে ডেভসটিম ইন্সটিটিউট এবং চট্টগ্রামের মাইসিস ইন্সটিটিউট অব আইটি। এ সেমিনারে উপস্থিত হয় ৩৫০ জনেরও বেশি নিবন্ধত সদস্য।

এতে অংশগ্রহণ করেন ইল্যান্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান। ইল্যান্সের ১ ঘণ্টার সেশনে তিনি মূলত ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রির বিভিন্ন দিক এবং ইল্যান্সের বাংলাদেশের অগ্রগতি নিয়ে বিভিন্ন তথ্যচিত্র তুলে ধরেন।

এ ছাড়াও ফ্রিল্যান্সারদের সফলতার জন্য বেশ কিছু টিপস মতবিনিময় করেন। অনুষ্ঠান শেষে তিনি একটি প্রশ্নোত্তর পর্বে ফ্রিল্যান্স ক্যারিয়ার এবং ইল্যান্স বিষয়ক বেশ কিছু প্রশ্নের উত্তর দেন।

এতে বক্তারা বলেন, বাংলাদেশ থেকে অনেকেই এখন ইল্যান্সে দারুণভাবে সফল হচ্ছে। অন্য সব মার্কেট প্লেসে যেখানে বাংলাদেশিরা প্রতি ঘণ্টায় গড়ে ৩-৪ ডলার পাচ্ছে। সেখানে ইল্যান্সে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা প্রতি ঘণ্টায় গড়ে ৮ ডলার করে উপার্জন করছে।

সাইদুর মামুন খান বলেন, যে ইল্যান্স এখন থেকে সব সময় বাংলাদেশি ফ্রিল্যান্সারদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে। আর প্রয়োজনে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কাজ করবে। এতে দেশের জনশক্তিকে এ সময়ের প্রয়োজনীয় কাজগুলোতে দক্ষ করে গড়ে তোলা যায়। ফ্রিল্যান্সিং পেশায় কাজ বেছে নিতে কাউকে অনুসরণ না করে বরং নিজের যে কাজটি ভাল লাগে, সেই কাজে দক্ষতা বাড়ালে বেশি সফলতা পাওয়া সম্ভব।

চট্টগ্রামে ইল্যান্সের দ্বিতীয় আসর বসে চট্টগ্রামের ওআর নিজাম রোডে। ইল্যান্স বাংলাদেশ এবং চিটাগাং অনলাইন প্রফেশনালস কমিউনিটির (COPC) পক্ষে আয়োজন করা এ ইল্যান্স কর্মশালা ছিল মূলত ফ্রিল্যান্সারদের জন্য।

সাইদুর মামুন খান পরিচালিত এ কর্মশালায় ৬০ জন অংশগ্রহণকারী ছাড়াও উপস্থিত ছিলেন ডেভসটিম ইন্সটিটিউটের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মাসুদুর রশীদ, ব্র্যান্ড গিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস কর্নেল এবং চিটাগাং অনলাইন প্রফেশনালস কমিউনিটির কর্মকর্তারা।

এ কর্মশালায় মূলত ইল্যান্স প্রোফাইল ডেভেলপমেন্ট নিয়ে বেশ কিছু দিকনির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া ইল্যান্সে সঠিকভাবে ক্লায়েন্ট এবং চাকরি খোঁজার পদ্ধতি, জবে বিড করার জন্য প্রপোজাল তৈরি, ইল্যান্সের কিছু নিয়ম, ইল্যান্স থেকে টাকা উত্তোলন পদ্ধতি এবং ইল্যান্সে বাংলাদেশের অবস্থান নিয়ে কিছু আলোচনা করা হয়।

বক্তারা বলেন, চট্টগ্রাম থেকে এখন বেশ সফল কিছু ফ্রিল্যান্সার উঠে আসছে। এ মুহূর্তে ইল্যান্সে বাংলাদেশের সেরা ৫টি শহরের মধ্যে চট্টগ্রাম অন্যতম। অচিরেই চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম প্রধান একটি আইটি শহরে পরিণত হবে।

বাংলাদেশে এ রকম সফর চলতে থাকবে। পর্যায়ক্রমে ইল্যান্স অন্য সব বিভাগেও ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়নে সরাসরি কাজ করবে।

ইল্যান্সের পরবর্তী ইভেন্টগুলোর খোঁজ এবং তথ্য পেতে আগ্রহীরা (www.facebook.com/elancebangladesh) এ সাইটে নিয়মিত চোখ রাখতে পারেন। শুধু ইভেন্টের তথ্যের জন্যই নয়, এ পেজের মেসেজ অপশনের মাধ্যমে কোনো মেসেজ পাঠিয়ে সাইদুর মামুন খানের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ সময় ২১৪৯, ফেব্রুয়ারি ৬, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।