ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডুডলে নিকোলাসের ৫৪০তম জন্মদিন

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
ডুডলে নিকোলাসের ৫৪০তম জন্মদিন

মহাবিশ্বের অতি পরিচিত কয়েকটি গ্রহ, উপগ্রহ এখন সার্চ গুরু গুগলের মূল পৃষ্ঠায়। প্রাণবন্তভাবে সূর্যকেন্দ্রিক আদলের ডুডলকে উপস্থাপন করা হয়েছে আকর্ষনীয়ভাবে।

পোলিশ জ্যোতিবিজ্ঞানী নিকোলাস কোপারনিকাসের ৫৪০তম জন্মদিন উপলক্ষে গুগলের মূল পৃষ্ঠার এই রুপ। এই জ্যোতিবিজ্ঞানী সূর্য সম্পর্কিত গবেষণায় প্রমাণ করেছিল ‘সূর্য নয় পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে’। এই আবিষ্কারের মাধ্যমে নিকোলাস বিখ্যাত জ্যোতিবিজ্ঞানী বলে খ্যাত। নিকোলাস কেবল জ্যোতিবিজ্ঞানী হিসেবেই বিখ্যাত নয় চিকিৎসাবিদ, গণিতবিদ, এবং নবজাগরণের সুচনাকারী।

সূর্য মহাবিশ্বের কেন্দ্রে এছাড়া অন্যান্য গ্রহাদি যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি এবং শনি যারা সূর্য়কে চক্রাকারে ঘুরছে। এদের আশপাশে অন্য কোনো পথ নেই।

উল্লেখ্য, ‘দ্য রেভ্যুলেশন অব দ্য হেভেনলি’ শিরোনামে প্রকাশিত গবেষণায় বিষয়টি প্রতীয়মান হয়।
তার বইয়ের বর্ণণা অনুযায়ী শুধু এসব গ্রহগুলোর অস্তিত্ব আবিষ্কার করা হয়।

এছাড়া এ মুহূর্তে গুগলের ডুডলে দেখা যাবে পৃথিবীকে চাঁদের প্রদক্ষিণের চিত্র।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘন্টা, ফেব্রুয়ারি ১৯. ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।