ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

একদিন বাড়ল ঢাকার ল্যাপটপ এক্সপো

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৩
একদিন বাড়ল ঢাকার ল্যাপটপ এক্সপো

ল্যাপটপ প্রদর্শনী মানেই ক্রেতাদের বাড়তি আগ্রহের জায়গা। সব মিলিয়ে ৪ দিনের প্রদর্শনীতে রোববার তৃতীয় দিনে হরতালের মধ্যেও দর্শনাথীদের আনাগোনা ছিল।

২৫ ফেব্রুয়ারি সোমবার ল্যাপটপ এক্সপো শেষ সহওয়ার কথা থাকলেও তা একদিন বাড়িয়ে ২৬ ফেব্রুয়ারি অবধি করা হয়েছে। আয়োজক সূত্র বাংলানিউজকে এ তথ্য দিয়েছে।

এবারের ল্যাপটপ এক্সপোতে নতুন এসেছে আলট্রাবুকের মতো হালকা তবে পাতলা ও শক্তিশালী ল্যাপটপ। ল্যাপটপ দিনে দিনে দেশের মধ্যবিত্তের ক্রয়ক্ষমতায় চলে আসছে। এ ছাড়া বিদ্যুৎ না থাকলেও ল্যাপটপে কাজ করার বাড়তি সুবিধার কারণে এখন ডেস্কটপের বদলে ল্যাপটপ বেছে নিচ্ছেন।

একই ছাদের নিচে বহুমাত্রিক ল্যাপটপের সমারোহ নিয়ে ঢাকার বিজয় সরণিতে অবস্থিত জাতীয় সামরিক জাদুঘরে চলছে ‘ল্যাপটপ এক্সপো-২০১৩’।

এ প্রদর্শনীতে বিভিন্ন ব্রান্ডের ল্যাপটপ ও ট্যাবলেট পাওয়া যাচ্ছে। এখানে গ্যাজেট গ্যাঙ্গ সেভেন তাদের কিছু পণ্যেয় ৫ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। এ ছাড়াও কয়েকটি ট্যাবে ৫ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

এদিকে নিজেদের ব্রান্ডের ট্যাবলেট গ্যাজেট গ্যাঙ্গ সেভেন নিও থ্রিজি ৪ হাজার টাকা ছাড়ে ১৭ হাজার ৭০০ টাকায় বিক্রি করছে। থ্রিজি সুবিধার ট্যাবে আছে ডুয়্যাল কোর প্রসেসর, ৭ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল ব্যাক এবং ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। কমপ্যাকের নির্দিষ্ট মডেলের ল্যাপটপের সঙ্গে ফ্রি প্রিন্টার দিচ্ছে স্মার্ট টেকনোলজিস।

আসুস প্যাভিলিয়নে মডেলভেদে ন্যূনতম ২২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ ৪৬ হাজার ৫০০ টাকার মধ্যে ল্যাপটপ পাওয়া যাচ্ছে। ডেলের প্যাভিলিয়নে ন্যূনতম ৩৬ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৬২ হাজার টাকায় ডেল ল্যাপটপ পাওয়া যাচ্ছে।

প্রতিটি আসুস ল্যাপটপ, ই পিসি নেটবুক বা ই-প্যাড ট্যাবলেট পিসি ক্রয়ে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন নেটবুক, মোবাইল ফোন, হেডফোন, ৮ জিবি পেন ড্রাইভসহ আরও উপহার। এ ছাড়া প্রতিটি ডেল ল্যাপটপের সঙ্গে থাকছে নির্দিষ্ট উপহার ৮ জিবি পেন ড্রাইভ।

এইচপির মিনি নোটবুক পাওয়া যাচ্ছে ২৩ হাজার টাকায়। অ্যাসারের অ্যাসপায়ার ব্র্যান্ডের নেটবুক পাওয়া যাচ্ছে ২৬ হাজার টাকায় আর আসুসের নোটবুক পাওয়া যাচ্ছে ২২ হাজার টাকায়।

বাংলাদেশ সময় ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।