ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইউল্যাবে শুরু হচ্ছে ফিফা ১০ চ্যাম্পিয়নশিপ

ইউল্যাব প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১০
ইউল্যাবে শুরু হচ্ছে ফিফা ১০ চ্যাম্পিয়নশিপ

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) এ শুরু হচ্ছে দুই দিনব্যাপী মোজো আসুস ফিফা ১০ চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার মূল বিষয় কমপিউটার গেমে ফুটবল বিশ্বকাপ।

ভেন্যু ইউল্যাব অডিটরিয়াম। প্রতিযোগিতা শুরু হবে আগামী ১০ জুলাই সকাল ১০টায়। চলবে ১১ জুলাই পর্যন্ত।

প্রতিযোগিতায় অংশগ্রহণে ১৫০ টাকার বিনিময়ে রেজিষ্ট্রেশন করে নিতে হবে। অনলাইনে রেজিষ্ট্রেশন এর শেষদিন ৬ জুলাই। তবে ৮ জুলাই পর্যন্ত ইউল্যাব ক্যাম্পাসে সরাসরি রেজিষ্ট্রেশন এর সুযোগ পাওয়া যাবে। আয়োজক ইউল্যাব এর কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। প্রধান পৃষ্ঠপোষক মোজো এবং আসুস। কারিগরি সহযোগিতা দিচ্ছে গ্লোবাল ব্র্যান্ড। মিডিয়া পার্টনার ইটিভি ও রেডিও আমার। বিস্তারিত জানতে আগ্রহীরা http://www.ulab.edu.bd/fifa10 সাইটে তথ্য পাবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ২০৩৫ ঘণ্টা, জুলাই ৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।