ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৯৫০০ টাকায় থ্রিজি পকেট রাউটার

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৩
৯৫০০ টাকায় থ্রিজি পকেট রাউটার

বহনযোগ্য সুবিধার পকেট রাউটার এখন দেশেই পাওয়া যাচ্ছে। একই সঙ্গে সর্বোচ্চ ১০ জনের মধ্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিচ্ছে প্রোলিংক ব্র্যান্ডের ‘পিআরটি৭০০১এইচ’ মডেলের এ পকেট রাউটার।

বিপণন সূত্র এ তথ্য দিয়েছে।

এ রাউটারের সঙ্গে আছে ওয়াইফাই হটস্পট সুবিধা। ফলে ২৫ মিটার পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে একটি ইন্টারনেট সংযোগ নিয়েই তা ব্যবহার করতে পারেন ১০ জন গ্রাহক।

এটি জিএসম সিম ছাড়াও থ্রিজি সমর্থন করে। একই সঙ্গে এটি এসএমএস গেটওয়ের কাজেও ব্যবহারযোগ্য। মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে ফাইল শেয়ারিং সুবিধাও আছে প্রোলিংকের এ পকেটে বহনযোগ্য হটস্পটে।

প্রতি সেকেন্ডে ডাটা ট্রান্সফার রেট ২১.৬ মেগাবিট। একবার চার্জে এটি ৪ ঘণ্টা পর্যন্ত সচল থাকে। ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ দেওয়া যায়। আর স্ট্যান্ড বাই চার্জ থাকে ১০০ ঘণ্টা।

এ মুহূর্তে এ পকেট রাউটারের দাম ৯ হাজার ৫০০ টাকা। সঙ্গে থাকছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ রাউটার পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ১৭২৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।